বাংলা হান্ট ডেস্ক: পূর্বে আধার কার্ডে (Aadhaar) সামান্য পরিবর্তন করার জন্যও ঘণ্টার পর ঘণ্টা আধার কেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হত। কিন্তু এখন সেই চিত্র বদলে যাচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে UIDAI জনসাধারণের সুবিধার্থে একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। যার ফলে আধার-সম্পর্কিত অনেক প্রয়োজনীয় পরিষেবা এখন সহজ হয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছে সাধারন মানুষ।
আধার (Aadhaar)-সম্পর্কিত একাধিক প্রয়োজনীয় পরিষেবা এখন সহজ হয়েছে:
দীর্ঘ লাইন থেকে মুক্তি: সাম্প্রতিক ডিজিটাল পরিষেবার পরিবর্তনের অংশ হিসেবে, UIDAI তাদের নতুন আধার অ্যাপ চালু করেছে। যেটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ। গত নভেম্বরে সামনে আসা এই অ্যাপটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করেছেন। সবচেয়ে বড় স্বস্তি হল, গত ২ ডিসেম্বরে এই অ্যাপে নতুন আপডেটের পর, ব্যবহারকারীরা এখন বাড়িতে বসেই তাঁদের আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।

পূর্বে, মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেট করার জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন এবং মোবাইল ফোন সেন্টারে যাওয়ার প্রয়োজন হত। কিন্তু নতুন প্রযুক্তি এটিকে অনেক সহজ করে তুলেছে। তবে, বর্তমানে অ্যাপের মাধ্যমে শুধুমাত্র মোবাইল নম্বর আপডেট করার সুবিধাই চালু করা হয়েছে। যদিও, শীঘ্রই নাম, ঠিকানা এবং ইমেল আইডি পরিবর্তনের বিকল্পও এতে উপলব্ধ হবে বলে অনুমান করা হচ্ছে।
‘মাই কন্টাক্ট কার্ড’ কী: অ্যাপটির নতুন আপডেটে সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্যটি হল ‘মাই কন্টাক্ট কার্ড’। এই বৈশিষ্ট্যটি নিরাপদে ডিজিটাল পরিচয় ভাগ করে নেওয়ার একটি নতুন এবং স্মার্ট উপায়। প্রায়শই, যখন আমরা নিজেদের পরিচিতি প্রমাণের জন্য আধার QR কোড দেখাই বা স্ক্যান করি। তখন সেটি আমাদের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ছবির মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করে। তবে কখনও কখনও, আমরা এত তথ্য ভাগ করে নিতেও চাই না। ঠিক তখনই কাজে আসবে ‘মাই কন্টাক্ট কার্ড’।
আরও পড়ুন: ‘সুযোগ দেওয়া অনুচিত’, IPL-এর নিলামে অংশ নেওয়া এই খেলোয়াড়দের বিরুদ্ধে গর্জে উঠলেন সুনীল গাভাস্কার
এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীর জন্য একটি অনন্য QR কোড তৈরি করে। স্ক্যান করার সময়, এটি কেবল ৩ টি জিনিস প্রদর্শন করে: নাম, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস। এর সুবিধা হলো, আপনি আপনার গোপনীয়তা বজায় রেখেই ডিজিটাল যোগাযোগের বিবরণ শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে ঠিকানা বা জন্ম তারিখের মতো সংবেদনশীল তথ্য শেয়ার করা হয় না।
আরও পড়ুন: এবারে লক্ষ্য T20 সিরিজ! প্রথম ম্যাচের আগেই টিম ইন্ডিয়ায় যোগ দিলেন শুভমান গিল
এই নতুন ডিজিটাল কার্ড কোথায় কোথায় কাজে লাগবে: বর্তমান সময়ে স্কুলে ভর্তি থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং রেলের টিকিট বুকিং সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হয়েছে। এর ফলে ডিজিটাল লেনদেন এবং পরিচয় যাচাইয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। ‘মাই কন্টাক্ট কার্ড’ এক্ষেত্রে অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে। যেখানে আপনাকে কেবল আপনার প্রাথমিক যোগাযোগের তথ্য প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ, কোনও বিক্রেতা, সার্ভিস প্রোভাইডার, অথবা কোনও আনঅফিসিয়াল বৈঠকে আপনার নম্বর এবং ইমেল দেওয়ার জন্য, আপনাকে আর এটি লিখে রাখতে বা মৌখিকভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার ‘মাই কন্টাক্ট কার্ড স্ক্যানের মাধ্যমেই সঠিক তথ্য শেয়ার করা যাবে।












