এই একটা কারণেই বিরাট পতন শেয়ার বাজারে! ৭.৫০ লক্ষ কোটির ক্ষতি বিনিয়োগকারীদের

Published on:

Published on:

This is the reason for the huge fall in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ৮ ডিসেম্বর অর্থাৎ, সোমবার ছিল ভারতীয় শেয়ার বাজারের (Share Market) জন্য বিশেষভাবে খারাপ দিন। গত শুক্রবার, RBI রেপো রেট কমিয়ে দেওয়ার ঘোষণা করার পর বাজারে একটি শক্তিশালী উত্থান দেখা দিয়েছিল। এমতাবস্থায়, বিনিয়োগকারীরা আশাবাদী ছিলেন যে সোমবারও বাজারে গতি বজায় থাকবে। কিন্তু, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধসে পড়ে। যার ফলে মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ শেয়ারগুলি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়।

শেয়ার বাজারে বিরাট পতন (Share Market):

সোমবার লেনদেন শেষ হওয়ার সময়, সেনসেক্স ৬০৯.৬৮ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে ৮৫,১০২.৬৯-তে বন্ধ হয়। এদিকে, নিফটি ২২৫.৯০ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে ২৫,৯৬০.৫৫-তে বন্ধ হয়। লেনদেনের সময়, এক পর্যায়ে সেনসেক্স ৮০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছিল। অন্যদিকে নিফটির ২৬,০০০-এর নিচে বন্ধ হওয়া বাজারের জন্য একটি নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

This is the reason for the huge fall in the share market.

সোমবার, প্রতিটি সেক্টরই তীব্র চাপের সম্মুখীন হয়েছে। বিনিয়োগকারীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ১ দিনেই বিনিয়োগকারীদের প্রায় ৭.৫ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। রিটেল বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। কারণ, BSE মিডক্যাপ সূচকে ১.৭৩ শতাংশ এবং BSE স্মলক্যাপ সূচকে ২.২০ শতাংশের পতন ঘটেছে।

আরও পড়ুন: বড় খবর! ১৫ ডিসেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, এই সরকারি কর্মচারীরা হবেন উপকৃত

জানিয়ে রাখি যে, সোমবার BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ ৪৬৩.৬৫ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। যা আগের ট্রেডিং দিনে অর্থাটজ গত শুক্রবার ৪৭০.৯৬ লক্ষ কোটি টাকা ছিল। অর্থাৎ, BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ প্রায় ৭.৩১ লক্ষ কোটি টাকা কমেছে। যদি আমরা সেক্টরগুলির দিকে তাকাই, সেক্ষেত্রে সবথেকে বেশি পতন দেখা গেছে প্রতিরক্ষা, রিয়েল এস্টেট, ক্যাপিটাল গুডস, ইউটিলিটি এবং ইন্ডাস্ট্রিয়াল শেয়ারে।

আরও পড়ুন: আধার ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার বাড়িতে বসেই কয়েক মিনিটে করা যাবে এই গুরুত্বপূর্ণ কাজ

বাজার পতনের প্রধান কারণ: এই পতনের সবচেয়ে বড় কারণ হল বৈদেশিক বিনিয়োগকারীদের বিক্রি। এটি ধারাবাহিকভাবে বাজারের মনোভাবকে তিক্ত করে তুলেছে। গত কয়েক মাস ধরে বৈদেশিক বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে বিক্রি করে আসছে। এদিকে, বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত ফলাফলের আগে বিনিয়োগকারীরা ঝুঁকি-বিমুখ রয়েছেন। সোমবার রুপির দামও ১৬ পয়সা কমে ৯০.১১-এ দাঁড়িয়েছে।
উল্লেখ্য যে, সোমবার শেয়ার বাজার রেড জোনে লেনদেন শুরু করে। BSE সেনসেক্স ৮৫,৬২৪.৮৪-এ খোলে। যা তার আগের বন্ধ ৮৫,৭১২.৩৭ থেকে কমেছে এবং এরপর থেকে ক্রমাগত পতন অব্যাহত থাকে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।