বাংলা হান্ট ডেস্ক:রয়টার্সের দুজন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিককে মুক্তি দিল মায়ানমার সরকার।মঙ্গলবার দুই সাংবাদিককে মুক্ত করে মায়ানমার।
সাংবাদিক ওয়া লোন(৩২) ও কিয়াও সো(২৮) কে রোহিঙ্গা গণহত্যার সংবাদ প্রকাশ করায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিল মায়ানমার সরকার।
২০১৭ তে এই দুই সাংবাদিককে গ্রেফতার করে মায়ানমার সরকার।
গত এপ্রিলে এই দুই সাংবাদিককে ‘পুলিৎজার পুরস্কার’ দেয়া হয়। এই পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সবথেকে সম্মানীয় পুরস্কার।
ওয়া লোন বলেন,’আমি আমার এবং সহকর্মীদের দেখতে পেরে ভীষণ খুশি। আমি আমার নিউজ রুমে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছিনা।