পরোপকারী যুবকের চিকিৎসার খরচ মেটাতে বাতিল রামনবমীর অনুষ্ঠান! অনন্য নজির বাংলায়

বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছর অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়ে আসছে রামনবমীর অনুষ্ঠান। তবে এ বছর এক ব্যক্তির চিকিৎসার জন্য বাতিল করে দেওয়া হল সেই অনুষ্ঠান। ঘটনাটি খয়রাশোলের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের। গ্রামের এক পরোপকারী যুবক গুরুতরভাবে জখম হয়েছে পথ দুর্ঘটনায়। সেই যুবকের চিকিৎসার খরচ জোগানোর জন্য বাতিল করে দেওয়া হল রামনবমীর অনুষ্ঠান।

এই গ্রামের লাগোয়া দৌলতপুরের একটি কীর্তনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। জানা গেছে, আকাশ আচার্য নামের ওই যুবক গত ১০ই এপ্রিল রাতে ইলেকট্রিক স্কুটার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় খয়রাশোলের ভীমগড়-কৃষ্ণপুর রাস্তায় একটি লরির সাথে তার বাইকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন আকাশ।

আরোও পড়ুন : একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা! লক্ষ্মীবারে কততে বিকোচ্ছে হলুদ ধাতু? জানুন রূপোর রেটও

লরির চাকা আকাশের বাঁ পা-এর উপর দিয়ে চলে যায়। এই দুর্ঘটনার ফলে ইতিমধ্যেই আকাশ হারিয়েছেন তার বাঁ পা। বর্তমানে আকাশের চিকিৎসা চলছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। গ্রামবাসীরা জানাচ্ছেন আকাশ আচার্য নামের ওই যুবক সর্বদা সমাজসেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন। 

আরোও পড়ুন : রচনার সাথে যোগ রয়েছে রবীন্দ্রনাথের! অবাক হলেন? জানুন কী সেই সম্পর্ক

রক্তদান শিবিরের আয়োজন করা থেকে শুরু করে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত জোগাড় করতে তিনি এগিয়ে আসেন বারবার। তাই এমন পরোপকারী যুবকের চিকিৎসার জন্য এবছরের মতো বাতিল করা হয়েছে রামনবমীর অনুষ্ঠান। প্রতিবছর রামনবমীর অনুষ্ঠান গ্রামের বিভিন্ন বাড়ি থেকে চাঁদা তুলে আয়োজন করা হয়।

এ বছর অনুষ্ঠান বাতিল করায় বেশ কিছু টাকা বাঁচানো গেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন এই অর্থ দিয়ে চিকিৎসা হবে আকাশের। দৌলতপুর গ্রামের তরুণ খাঁ, জগন্নাথ সিংহরা জানান, “গ্রামে কীর্তনের অনুষ্ঠান বাতিল করে ৪২ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। আমাদের একটাই চাওয়া, আকাশ সুস্থ হয়ে উঠুক।”

birbhum, ramnavami

রামনবমীর অনুষ্ঠানের আয়োজকরা জানাচ্ছেন, “আকাশের চিকিৎসার জন্য ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা ব্যয় হয়েছে। ওর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই সব বাদ দিয়ে রামনবমীর পুজোটুকু শুধু হয়েছে। বাকি ৭০ হাজার টাকা আকাশের বাবা গণেশ আচার্যের হাতে তুলে দিয়েছি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর