অপেক্ষার অবসান! সুপ্রিম কোর্টে DA মামলার রায়দানের সম্ভাব্য দিনক্ষণ সামনে এল

Published on:

Published on:

dearness allowance(70)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান কি শীঘ্রই? ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, এদিকে ডিএ (Dearness Allowance) মামলার রায়দান কবে হবে? সেই প্রশ্নে উত্তপ্ত সরকারি কর্মীমহল। এরই মধ্যে সম্প্রতি এই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ‘ইউনিটি ফোরাম’। ফোরামের বিশিষ্ট প্রতিনিধি দেবপ্রসাদ হালদার এই মামলার রায়ের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

ডিএ মামলার রায় সম্পর্কিত আপডেট | Dearness Allowance

চলতি বছর গত ৮ই সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case) শুনানি সম্পন্ন হয়েছিল। বর্তমানে চলছে ডিসেম্বর মাস। তবে এখনও রায় নিয়ে কোনও আপডেট নেই। এরই মধ্যে দেবপ্রসাদ বাবু জানিয়েছেন, ডিএ মামলার রায় বেরোনোর একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এর ফলাফল সামনে আসতে পারে।

সূত্রের খবর, ১৯শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ডিএ মামলার রায় বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তা যদি না হয় তাহলে দ্বিতীয় সম্ভাবনা রয়েছে জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহে। যেহেতু লক্ষ লক্ষ কর্মচারীর ভাগ্য এর সঙ্গে যুক্ত এবং এর প্রভাব সুদূরপ্রসারী, তাই বিচারপতিরা এই মামলার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে! রাজ্যের ৪ জেলায় কড়া সতর্কতা : আজকের আবহাওয়া

উল্লেখ্য, আগামী ১৯শে ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। তার আগে এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও সুপ্রিম কোর্ট থেকে কোনও আপডেট মেলেনি। গত ৭ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। তবে বছর প্রায় শেষ হতে চললেও রায় এখনও সামনে আসে নি।

dearness allowance(69)

বর্তমানে “Heard and Reserved” রয়েছে। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে।