হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিং কাজের জেরে বাতিল ট্রেন , যাত্রীদের ভোগান্তি চরমে

Published on:

Published on:

Indian Railway multiple trains cancelled due to non-interlocking work in Howrah
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের ক্ষেত্রে বহু মানুষের কাছে ট্রেন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ নিত্যদিনের বিভিন্ন কাজের জন্য লক্ষ লক্ষ মানুষ এই লোকাল ট্রেনে ভ্রমণ করে থাকেন। তাই কোন সময় ট্রেন পরিষেবা ব্যাহত হলে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় জনসাধারণকে। সেই রকমই পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বর্ধমান- বোলপুর শাখার খানা জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য আগামী কয়েক দিন একাধিক ট্রেনের সময় সূচীতে বড়োসড় রদবদল আসতে চলেছে (Indian Railway)। যার ফলে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে জনসাধারণ। এই কাজের জন্য একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল ও রুট পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই রুটে বাতিল থাকছে একাধিক মেমু ট্রেন। জেনে নিন কোন কোন ট্রেনগুলি বাতিল থাকছে।

হাওড়ায় নন-ইন্টারলকিং কাজের জন্য় বাতিল একাধিক ট্রেন, বিপাকে যাত্রীরা (Indian Railway)

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে নন ইন্টারলকিং কাজের জন্য বুধবার অর্থাৎ ১০ ডিসেম্বর ১৩১৭৯ শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস ও বৃহস্পতিবার অর্থাৎ ১১ ডিসেম্বর ১৩১৮০ সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে (Indian Railway) ।

Indian Railway multiple trains cancelled due to non-interlocking work in Howrah

আরও পড়ুন: শীতের ছুটিতে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন দার্জিলিং এর এই অফবিট গ্ৰাম থেকে

এর পাশাপাশি ১০ ডিসেম্বর বাতিল থাকছে,বর্ধমান–আসানসোল রুটের ৬৩৫০৫, ৬৩৫০৬, ৬৩৫০৭, ৬৩৫০৮, ৬৩৫১৫, ৬৩৫১৬, ৬৩৫১৭, ৬৩৫১৮, ৬৩৫২১, ৬৩৫২২, ৬৩৫২৩, ৬৩৫২৪ ও ৬৩৫৪৯ এই মেমু ট্রেনগুলি। এছাড়াও পূর্ব রেলওয়ে ওই দিন ৬৩৫৫০ অন্ডাল–বর্ধমান ও ৬৩৫৫২ আসানসোল–অন্ডাল মেমু ট্রেনও বাতিল করেছে।

জেনে নিন কোন কোন ট্রেনের রুট বদল করা হয়েছে:

ইন্টারলোকিং কাজের জন্য বুধবার অর্থাৎ ১০ ডিসেম্বর ২২৩২১ হাওড়া–সিউড়ি হল এক্সপ্রেস ,২২৩২২ সিউড়ি–হাওড়া হল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে। একই সঙ্গে দু’টি ট্রেনই হাওড়া–ব্যান্ডেল–কাটোয়া–আহমেদপুর–সাঁইথিয়া–সিউড়ি রুটে ঘুরে চলবে। যার ফলে অতিরিক্ত স্টপেজ হিসেবে নবদ্বীপ ধাম, কাটোয়া, আহমেদপুর ও সাঁইথিয়া স্টেশনে এই ট্রেন থামবে।

এছাড়াও, ৬৩৫২০ বোকারো স্টিল সিটি–বর্ধমান এবং ৬৩৫১০ ঝাঁঝা–বর্ধমান মেমু ১০ ডিসেম্বর আসানসোল পর্যন্ত যাবে। তাছাড়া বর্ধমান থেকে ৬৩৫১৯ বর্ধমান–বোকারো স্টিল সিটি ও ৬৩৫০৯ বর্ধমান–ঝাঁঝা মেমু ট্রেন দু’টি ছাড়ার কথা ছিল। সেগুলি বর্ধমানের বদলে আসানসোল থেকে ছাড়বে (Indian Railway)।