মিলছে না স্বস্তি! প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম T2O-তে জয়ের পরেও এই ২ খেলোয়াড়ের জন্য চিন্তায় টিম ইন্ডিয়া

Published on:

Published on:

India National Cricket Team wins first T20 against South Africa.
Follow

বাংলা হান্ট ডেস্ক: হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে, ভারত (India National Cricket Team) কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে ১০১ রানের বিশাল জয় অর্জন করেছে। শুধু তাই নয়, T20 আন্তর্জাতিক ক্রিকেটে রানের দিক থেকে টিম ইন্ডিয়ায় এটি দ্বিতীয় বৃহত্তম জয় হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে, এই অসাধারণ জয়ের পরেও ভারতের কয়েকজন গুরুত্বপূর্ণ টপ-অর্ডার খেলোয়াড়ের ফর্ম টিম ইন্ডিয়ার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে জয়ী ভারত (India National Cricket Team):

টিম ইন্ডিয়ার টেনশন অব্যাহত: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে টিম ইন্ডিয়া ২ টি বড় ধাক্কা খেয়েছে। প্রথমত, চোট থেকে ফিরে আসা ওপেনার শুভমান গিলের ব্যর্থতা। ওই ম্যাচে লুঙ্গি এনগিডি মাত্র ৪ রানে গিলকে আউট করেন। ২০২৬ সালের হোম T20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার আবহে গিলের ফর্মে ফিরে আসা টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরেকটি বড় উদ্বেগের বিষয় হল অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। তিনি দীর্ঘদিন ধরেই তাঁর ফর্ম ফিরে পাওয়ার লড়াই করছেন। তিনি গতকালকের ম্যাচে মাত্র ১২ রান করে আউট হন। যদিও তিনি একজন অধিনায়ক হিসেবে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তবে, ব্যাট হাতেও তাঁর অবদান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিডল অর্ডার বা টপ অর্ডারকে শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর বড় ভূমিকা রয়েছে। আর সেই কারণেই সূর্যকুমারের ফর্মে ফিরে আসা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম! মিলবে ‘হাইড্রেশন ব্রেক’, ম্যাচে কখন হবে লাগু?

ম্যাচ জিতেছে ভারত: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20-তে ভারত ৬ উইকেটে ১৭৫ রান করে। ওই ম্যাচের এক পর্যায়ে ১২ ওভার শেষে ৪ উইকেটে ৭৮ রান ছিল। যেখানে তিলক ভার্মা (৩২ বলে ২৬), অক্ষর প্যাটেল (২১ বলে ২৩) অভিষেক শর্মার (১২ বলে ১৭) মতো খেলোয়াড়রা ক্রিজে অনেকটা সময় অতিবাহিত করলেও বড় স্কোর করতে ব্যর্থ হন।

আরও পড়ুন: বড় ঘোষণা করলেন গৌতম আদানি! আগামী ৫ বছরে এই সেক্টরে করবেন ৭৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এটা থেকে আবারও স্পষ্ট হয়েছে যে, টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ হলে দলটি এখনও কেবল হার্দিক পান্ডিয়া এবং লোয়ার মিডল অর্ডারের অবদানের উপর নির্ভরশীল। ভারত হয়তো দক্ষিণ আফ্রিকাকে তাদের T20 ইতিহাসের সর্বনিম্ন ৭৪ রানে অলআউট করেছে, কিন্তু গিল এবং সূর্যকুমারের ফর্ম আসন্ন ম্যাচগুলিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।