বাংলা হান্ট ডেস্ক: শীতের ছুটিতে অনেকেই ঘুরতে যায়। আর ঘুরতে যাওয়ার কথা উঠলে সবার আগে মাথাই আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ বলতে এই সময় বহু মানুষ দার্জিলিং ঘুরতে যায় (Darjeeling)। আর বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে দার্জিলিং। এখানে গেলে পরে মানুষ কম বেশি গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ফটো তোলেন। আবার অনেকে এখানে খাওয়া দাওয়া করে। তবে মঙ্গলবার আসলো এক দুঃসংবাদ। হঠাৎ করে মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় প্রতিষ্ঠান।
বড়দিন-নববর্ষের আগে গ্লেনারিজে তালা, উৎসবের আগে হতাশ পর্যাটকরা (Darjeeling)
জানা গিয়েছে নিয়ম না মানার জন্য প্রশাসনের তরফ থেকে, আপাতত তিন মাসের জন্য গ্লেনারিজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ব্রিটিশ আমলে দার্জিলিংয়ে (Darjeeling) গড়ে ওঠে এই বেকারি ও রেস্তোরার দোকানটি। প্রায় ১৩০ বছরের ইতিহাস নিজের বুকে বহন করে চলেছে গ্লেনারিজ।

আরও পড়ুন: ট্রাডিশনাল টাচে নয়া স্বাদ, পাতা পোড়া মুরগি খেয়ে দেখেছেন; কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন
বিভিন্ন সময়ে এই রেস্তোরাঁয় একাধিক দেশি-বিদেশি সিনেমারও শুটিং হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা রানবীর কাপুরের অভিনীত ‘বরফি’ সিনেমা। কিন্তু এবার সেই প্রসিদ্ধ রেস্তোরাঁর বন্ধের খবর সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গে। জানা গিয়েছে গ্লেনারিজের তিনটি ভাগ রয়েছে।
যার মধ্যে চলতি সপ্তাহে বার ও লাইভ সংগীত পরিবেশনের অনুমোদন পত্র না থাকায়, প্রশাসনের তরফ থেকে ৯০ দিনের জন্য বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া সামনে বড়দিনও ইংরেজি নববর্ষ পালনের আগে দার্জিলিঙে ঘুরতে আসা পর্যটকেরা এই বন্ধের ফলে বঞ্চিত হবেন সময় কাটানোর আনন্দ থেকে।
যদিও এই বিষয়ে সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস দাবি করেছেন,’আমাদের সংস্থার সমস্ত কাগজ ঠিক রয়েছে। কিন্তু লাইভ মিউজিক প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। মিউজিক আবার চালু করার জন্য দার্জিলিংয়ের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। এরপর প্রশাসনের তরফে নোটিশ দিয়ে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বন্ধ করে দেওয়া হয়েছে (Darjeeling)।’












