বিচারপতি সিনহার নির্দেশেই হল কাজ! SSC মামলায় গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ কমিশনের

Published on:

Published on:

calcutta high court(76)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আদালতের নির্দেশ মতোই এসএসসি ২০১৬-র মেয়াদ–উত্তীর্ণ প্যানেল থেকে নিযুক্ত হওয়া এবং কাউন্সেলিংয়ের জন্য ডাক পাওয়া প্রার্থীদের তালিকা জমা পড়ল হাইকোর্টে (Calcutta High Court)। স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফে বুধবার কলকাতা হাইকোর্টে এই তালিকা বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে জমা দেওয়া হয়।

মেয়াদ–উত্তীর্ণ প্যানেল থেকে কাদের নিয়োগ? তালিকা আদালতে | Calcutta High Court

গত ২৭ নভেম্বর বিচারপতি সিনহার কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা আপলোড করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই তালিকা দিল কমিশন। উল্লেখ্য, ২০১৬ সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে নিয়োগ হয়। নবম–দশম ও একাদশ–দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে একাধিক পদে নিয়োগ করা হয়েছিল। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ প্রাপ্তদের দাগি হিসেবে চিহ্নিত করেছিল সুপ্রিম কোর্ট।

নভেম্বর মাসে এই মামলার আগের শুনানিতে বিচারপতি সিনহা ওই তালিকা চেয়েছিলেন এসএসসির কাছে। এদিন আদালতে দীর্ঘক্ষণ যুক্তি–পাল্টা যুক্তি চলার পর তালিকা দেয় কমিশন। উল্লেখ্য, এই এই প্রথম এই তালিকা সামনে এল।

বিচারপতি বলেন, প্যানেল বাতিল হওয়ার পরে সেই প্যানেল থেকে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের দাগি বলে চিহ্নিত করেনি এসএসসি। হাইকোর্ট বলে, সর্বোচ্চ আদালত যে তিন ধরনের অনিয়ম চিহ্নিত করেছিল— র‌্যাঙ্ক জাম্প, ওএমআরে অসঙ্গতি এবং আউট অফ প্যানেল সে সব ক্ষেত্রের ‘দাগিদের’ নাম সামনে এনেছিল এসএসসি।

Calcutta High Court

আরও পড়ুন: ১৯শে ডিসেম্বর…! DA মামলার রায়দান শীঘ্রই? আশায় রাজ্য সরকারি কর্মীরা

এদিকে কমিশন জানায়, আদালতের নির্দেশ মতো পূর্বেও সেই তালিকা জমা দেওয়া হয়েছে এবং এ বারও তারা আদালতের কাছে সবিস্তার তথ্য–সহ তালিকা জমা দিতে পারে। তালিকা এ দিনই জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো এসএসসিও সেই তালিকা জমা দেয়।