বাংলাহান্ট ডেস্ক : কেরিয়ারের দিক দিয়ে অত্যন্ত সফল রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। অভিনয়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ওড়িয়া এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন তিনি। দুই সিনেমারই প্রথম সারির অভিনেত্রী রচনা। দীর্ঘ কেরিয়ারে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি দর্শকদের থেকে। কিন্তু ব্যক্তিগত জীবনে তেমন সুখী হতে পারেননি রচনা (Rachna Banerjee)। এমনকি সর্বসমক্ষেই নিজেকে স্ত্রী হিসেবে কম নম্বর দিয়েছিলেন তিনি। দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন রচনা। প্রথম বিয়েতে ডিভোর্সের সম্মুখীন হন তিনি। দ্বিতীয় বারেও বিয়েতে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ছেলের মুখ চেয়ে আর ডিভোর্সের দিকে এগোননি রচনা।
কে ছিলেন রচনার (Rachna Banerjee) প্রথম স্বামী?
ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ দাপট ছিল রচনার। তাঁর প্রথম স্বামীও ওড়িয়া ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র। দুই তারকার বিয়ে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলতে পারত। কিন্তু বিয়ে টেকেনি শেষ পর্যন্ত। জানা যায়, সিদ্ধান্তের পরিবারেরই এই বিয়েতে মত ছিল না। অসম বিয়েতে মত ছিল না অভিনেতার পরিবারের।

কবে হয় বিচ্ছেদ: সেই কারণেই সেভাবে দাম্পত্য জীবন কাটাতে পারেননি রচনা। ২০০৪ সালেই বিচ্ছেদ হয় রচনা সিদ্ধান্তের। তারপর ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বিদায় জানান অভিনেত্রী। বছর তিন পর ২০০৭ সালে প্রবাল বসুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রচনা।
আরও পড়ুন : এক বছরের প্রেমেই তড়িঘড়ি বিয়ে, কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘খুকুমণি’ দীপান্বিতা?
দ্বিতীয় বিয়েতেও সমস্যা: যদিও দ্বিতীয় বিয়েতেও সমস্যা দেখা দিয়েছিল। দূরত্ব বেড়ে গিয়েছিল অনেকটা। কিন্তু ছেলে প্রণীলের মুখ চেয়েই আর ডিভোর্সের পথে এগোননি তাঁরা। অবশ্য রচনা (Rachna Banerjee) নির্বাচনে প্রার্থী হওয়ার পর স্বামীর সঙ্গে সম্পর্ক অনেকটাই ভালো হয়েছে।
আরও পড়ুন : প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে বৈধতা নেই! স্পষ্ট রায় হাই কোর্টের
পরবর্তীতে রচনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রণীলের গায়ে ডিভোর্সি বাবা মায়ের সন্তানের তকমা লাগুক, এটা তাঁরা চাননি। তাই সমস্যা সত্ত্বেও বিচ্ছেদের পথে এগোননি। এখন অবশ্য রচনা সাংসদ হওয়ার পর স্বামী প্রবালের সঙ্গে তাঁর রসায়ন অনেকটাই উন্নত হয়েছে।












