২০২৬ থেকে রেশনে বড় বদল! কোন কার্ডে কমছে চাল, কোথায় বাড়ছে গম? দেখে নিন নয়া তালিকা

Published on:

Published on:

New Ration Rules from January 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য রেশন (Ration) ব্যবস্থা কতটা জরুরি, তা নতুন করে বলার নেই। সেই রেশন ব্যবস্থাতেই আগামী বছর থেকে বড় পরিবর্তন আনছে কেন্দ্র। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই বদলে যাবে চাল ও গমের বরাদ্দ। বিশেষ করে যাঁদের কাছে AAY, PHH বা SPHH কার্ড আছে, তাঁদের এই পরিবর্তন জানা খুবই জরুরি।

রেশনে (Ration) চাল ও গমের পরিমাণে আসছে বদল

খাদ্য দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আগের নিয়মেই রেশন (Ration) দেওয়া হবে। তার পর থেকেই কার্যকর হবে নতুন বরাদ্দ কাঠামো। যদিও বদল আসছে চাল ও গমের পরিমাণে, তবুও সকল কার্ডধারীকেই রেশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। এখন রাজ্যে মূলত পাঁচ ধরনের কার্ড রয়েছে , যথা – AAY, PHH, SPHH এবং রাজ্যের নিজস্ব দুটি কার্ড RKSY-1 ও RKSY-2। কোন কার্ডে কী পরিবর্তন আসছে দেখে নেওয়া যাক।

AAY কার্ডে নতুন নিয়ম

সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য থাকা এই কার্ডে রেশন (Ration) দেওয়া হয় পরিবার পিছু। এখানে চাল কমিয়ে গমের বরাদ্দ বাড়ানো হয়েছে।

  • চাল: আগে ১৯ কেজি, জানুয়ারি থেকে হবে ১৫ কেজি
  • গম: আগে ১৪ কেজি, বাড়িয়ে ২০ কেজি
  • আটা (গমের বদলে): আগে ১৩ কেজি ৩০০ গ্রাম, বাড়িয়ে হবে ১৯ কেজি

PHH ও SPHH কার্ডে নতুন বরাদ্দ

এই দুটি কার্ডে রেশন দেওয়া হয় মাথাপিছু হিসেবে। এখানেও চাল কমছে, গম বাড়ছে।

  • চাল: মাথাপিছু ৩ কেজির বদলে হবে ২ কেজি
  • গম: মাথাপিছু ২ কেজির বদলে পাওয়া যাবে ৩ কেজি
  • আটা (গমের বদলে): ১ কেজি ৯০০ গ্রামের বদলে হবে ২ কেজি ৮৫০ গ্রাম

RKSY কার্ডে কোনও পরিবর্তন নেই

রাজ্যের নিজস্ব স্কিমের কার্ডধারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। এই দুই কার্ডের বরাদ্দে কোনও রদবদল হয়নি।

  • RKSY–1: মাথাপিছু ৫ কেজি চাল মিলবে আগের মতোই
  • RKSY–2: মাথাপিছু ২ কেজি চাল একইভাবে মিলবে

উল্লেখ্য, RKSY কার্ডে গম বা আটা দেওয়া হয় না, শুধু চালই পাওয়া যায়।

New Ration Rules from January 2026

আরও পড়ুনঃ সন্দেশখালিতে ৩০০০ অভিযোগ! সাক্ষীর মৃত্যুর পর আরও বেকায়দায় শেখ শাহজাহান

কেন্দ্রীয় কার্ডগুলিতে মোটামুটি একটি বড় পরিবর্তনই চোখে পড়ছে চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বাড়ানো হচ্ছে।
অর্থাৎ, ভাতের বদলে রুটির ওপর বেশি জোর দিচ্ছে কেন্দ্র।
নতুন বছরে এই তালিকা অনুযায়ী রেশন (Ration) দেবে কেন্দ্র সরকার।