বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) মাত্র কয়েক মাস বাকি। তার আগেই বাংলার দুই বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হতে পারে এমন জল্পনা শুরু হয়েছে দিল্লি থেকে কলকাতা সব রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, আগামী জানুয়ারিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। আর সেই তালিকায় জায়গা পেতে পারেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
মন্ত্রিত্ব মিলতে পারে জগন্নাথ–সৌমিত্রের
সূত্রের খবর, কেন্দ্র চাইছে বাংলায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে। তাই বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বাংলার দুই সাংসদকে মন্ত্রী করার সম্ভাবনা জোরালো হয়েছে। সম্প্রসারিত মন্ত্রী তালিকায় বাংলা থেকে আরও দু’জনকে রাখা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
জগন্নাথ সরকারের মন্তব্যে আগেই বিতর্ক
কিছুদিন আগেই জগন্নাথ সরকারের মন্তব্যে বড়সড় বিতর্ক হয়েছিল। তিনি বলেছিলেন, “বিধানসভা ভোটে বিজেপি জিতলে দুই বাংলা আবার এক হবে। বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার থাকবে না।” এই মন্তব্য SIR আবহেই রাজ্যে তুমুল চর্চা তৈরি করে। বানপুরে বিজেপির একটি সভায় কর্মীদের উৎসাহ দিতে গিয়ে তিনি এই কথা বলে ফেলেন বলে দাবি।
অন্যদিকে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে এলাকার একটি অংশের অভিযোগ তাঁকে নাকি এলাকায় দেখা যায় না। উন্নয়ন তো দূরের কথা, সাধারণ মানুষের সঙ্গেও নাকি তাঁর যোগাযোগ কম। যদিও বিজেপির দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তাঁদের বক্তব্য, “প্রতি সপ্তাহে কোথাও না কোথাও সাংসদকে পাওয়া যায়। এটি রাজনৈতিক অপপ্রচার।”
SIR নিয়ে সৌমিত্র খাঁ-র বিতর্কিত মন্তব্য
এই সৌমিত্র খাঁ-ই SIR নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। তিনি বলেন, “যদি কেউ মরতে না চান, সারাজীবন বাঁচতে চান তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে চলে আসুন। নিশ্চিতভাবে বেঁচে থাকবেন।” সন্দেহভাজন ২২০৮ বুথের প্রসঙ্গ টেনে তিনি রাজ্য সরকার ও প্রশাসনকে নিশানা করেন।

আরও পড়ুনঃ শেষ দিনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করলেন না মমতা! কী হতে পারে? কমিশন বলল…
সবমিলিয়ে, বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলার দুই সাংসদের নাম উঠে আসায় রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এখন নজর আসলেই কি দিল্লিতে জায়গা পাবেন জগন্নাথ সরকার ও সৌমিত্র খাঁ? সেই দিকে।












