বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal) চলছে তীব্র তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই পেরিয়েছে ৪০ ডিগ্রি। আগামী দুদিন দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। তবে এরই মাঝে মিলছে বৃষ্টির আভাস। ঠিক কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেই ফিরতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তার আগে আজ শনিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতার জেরে বাড়বে অস্বস্তি। শনিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আগামীকাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই ৮ জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। শুক্রবারই এর জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বৃষ্টি কবে? সোমবার কলকাতা লাগোয়া একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে কলকাতাতেও কিছুটা কমতে পারে গরমের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। মঙ্গলবারও এই সমস্ত জেলাগুলির পাশাপাশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।
আরও পড়ুন: ভোট মিটতেই কোচবিহারে তৃণমূল-বিজেপির বিজয় মিছিল! রাতে বোমাবাজি, EVM লুটের চেষ্টায় ফের অশান্তি
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই দশ জেলাতেই।