নয়া রেকর্ড! সোনার দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের, রুপোর দাম ২ লক্ষ ছুঁইছুঁই: আজকের রেট

Published on:

Published on:

gold price(38)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সমানে বাড়ছে সোনার দাম। বছর শেষে লাফিয়ে দাম বৃদ্ধি পাচ্ছে হলুদ ধাতুর। বিয়ের মরসুমে সোনার দাম (Gold Price) বেড়েই চলেছে। বৃহস্পতিবারের পর শুক্রেও একই ট্রেন্ড। বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। বিয়ের মরসুমে উপহার হোক কিংবা নিজের বিয়ে সোনা মাস্ট! এই সময় হুড়মুড়িয়ে সোনার দাম বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ।

বিয়ের মরসুম চলছে। এই সময় সোনার চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে দাম মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে দিনকে দিন। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ১২ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাড়ল সোনার দাম। গতকাল দাম ছিল ১২২৬০ টাকা। আর এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২৩২০ টাকা। প্রতি ১ গ্রামের দাম বেড়েছে ৬০ টাকা। শুক্রে এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১২৩২০০ টাকা। ৬০ টাকা দাম বেড়েছে রাতারাতি।

২৪ ক্যারাট সোনার দামও লাফিয়ে বেড়েছে। প্রতি এক গ্রামে দাম ৬৫ টাকা করে বেড়ে হয়েছে ১২৯৬৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯৬৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৬৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

gold price(29)

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই।

২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ্য, রিপোর্ট বলছে, চলতি বছর এখন পর্যন্ত দেশীয় বাজারে সোনার দাম ৬৭% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সোনার দাম আরও ৫% – ১৬% বৃদ্ধি পেতে পারে।

gold price(35)

আরও পড়ুন: ‘কোভিড যদি আবার ফেরত না আসে, তাহলে..,’ রাজ্যকে বলল হাইকোর্ট, এল বড় নির্দেশও

রুপোর দাম

রুপোর দামও বাড়ছে লাগাতার। সমানে দাম বাড়ছে রুপোলি ধাতুর। রুপোর গহনা ট্রেন্ডিং এ চলছে বর্তমানে। সোনার পাশাপাশি রুপোর দামও এদিন উর্দ্ধমুখী। শুক্রবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ১৮৯৩০ টাকা। একদিনে দাম বেড়েছে ১৫৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে, ১৮৯৩০০ টাকা। একদিনে আরও ১৫৫০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে।