শীতকালে তুষারপাত দেখতে চান? খরচ হবে মাত্র ১৫ হাজার টাকা, বেস্ট স্পটগুলোর ঠিকানা রইল

Published on:

Published on:

Travel the best Indian spots to see snowfall on a low budget
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলেই মানুষ নানান জায়গায় ঘোরার পরিকল্পনা করেন। পাশাপাশি এই সময় মানুষ পাহাড়ে যেতে ভালবাসেন। কারণ পাহাড়ে গেলে আপনি বরফের আনন্দ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এবছর শীতকালে পাহাড়ে গেলে আপনি যদি স্নোফল দেখা স্বপ্ন পূরণ করতে চান তাহলে আজকে প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য (Travel)। কারণ মাত্র ১৫ হাজার টাকায় এমন কয়েকটি জায়গার খোঁজ দেব। যেখানে আপনি প্রিয়জনকে নিয়ে গিয়ে স্নোফলের আনন্দ উপভোগ করতে পারবেন।

কম বাজেটে তুষারপাত দেখার সেরা ভারতীয় স্পট (Travel)

ছাঙ্গু: বরফ দেখতে হলে শীতকালে চলে যান সিকিম। সেখান থেকে চাইলে আপনি যেতে পারেন ছাঙ্গু। এই সময় এই জায়গায়  জল জমে বরফ হয়ে যায়। পাশাপাশি ঢেকে যায় সাদা বরফে। এখানে আসলে পরে আপনি তুষারপাত মন ভরে উপভোগ করতে পারবেন (Travel)।

Travel the best Indian spots to see snowfall on a low budget

আরও পড়ুন: একান্তে থাকার সুযোগ আরও সহজ হলো OYO-তে, যুগলদের স্বস্তি দিয়ে বদলালো নিয়ম

নাথুলা: সিকিমের অন্যতম ঘুরতে যাওয়ার জায়গা হল নাথুলা। শীতকালে নাথুলা ঢেকে যায় সাদা বরফে। পাশাপাশি এখানে তাপমাত্রা মাইনাসে থাকে। এছাড়াও এই রুটে অনেক সময় বরফ পড়ে থাকার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। তবে এখানে আপনি তুষারপাত দেখতে আসতে পারেন। আর এর গোটা ট্রিপের খরচ মাথাপিছু ১৫ হাজার টাকার মধ্যে পড়বে।

আউলি: ভারতে বরফ দেখার সেরা জায়গা আউলি। আপনার বাজেটে যদি একটু বেশি হয় তাহলে পৌঁছে যেতে পারেন এখানে। গুলি গেলে আপনি স্কি এর অ্যাডভেঞ্চার স্পোর্টস করার সুযোগ পাবেন। পাশাপাশি এই জায়গা শীতকালে সাদা বরফে ঢেকে যায়। এছাড়াও এখান থেকে আপনি ঘুরতে যেতে পারেন রুদ্র প্রয়াগ, জোশীমঠ, ঋষিকেষ, হরিদ্বার।

সান্দাকফু: রাজ্যের বাইরে না গিয়েও বরফ দেখতে চাইলে আপনি যেতে পারেন সান্দাকফু। মাত্র পাঁচ দিনের ছুটি নেই ঘুরে আসতে পারেন। এখানে আসলে আপনাকে মানেভঞ্জন থেকে ভাড়া করে নিন ল্যান্ড রোভার। তারপর সেখান থেকে চলে যান টুমলিং। এখানে আসলে আপনি বরফের দেখা পাবেন। এখানে আসলে আপনার মাথাপিছু খরচ পড়বে ১০-১২ হাজার টাকা (Travel)।