বিশ্বের দীর্ঘতম এবং শক্তিশালী হাইড্রোজেন ট্রেন, ‘আত্মনির্ভরতা’র দিকে বড় পদক্ষেপ ভারতীয় রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের জন্য সবসময়ই কোনও না কোনও সুবিধাজনক পরিষেবা নিয়ে আসে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের সময় বাঁচাতে নিত্যনতুন দ্রুতগতির ট্রেন নিয়ে আসছে রেল। এবার এই তালিকায় জুড়তে চলেছে নতুন পরিষেবা হাইড্রোজেন চালিত ট্রেন। আগামী ১০ ডিসেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন হাইড্রোজেন ট্রেনের বিষয়ে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন সেট। ‘আত্মনির্ভর ভারত’ এর দিকে আরও এক কদম এগিয়ে দিতে চলেছে হাইড্রোজেন ট্রেন।

হাইড্রোজেন চালিত ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)

জানা যাচ্ছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে হাইড্রোজেন চালিত ট্রেন। রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের মানদণ্ড মেনেই তৈরি করা হয়েছে ট্রেনটি। মোট ১০ টি কোচ রয়েছে এই ট্রেনে। ক্ষমতা মোট ২৪০০ কিলোওয়াট। জানিয়ে রাখি, ব্রড গেজ লাইনে চালিত এটিই এখন বিশ্বের দীর্ঘতম তথা সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন। কিন্তু অন্যান্য ট্রেনের থেকে কেন আলাদা এই ট্রেন?

Indian railways introduced hydrogen train

পরিবেশ দূষণ করে না হাইড্রোজেন ট্রেন: হাইড্রোজেন ট্রেনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল, এই ট্রেনটি হল পরিবেশ বান্ধব। ডিজেল চালিত বা ইলেকট্রিক ট্রেনের মতো কালো ধোঁয়া বা কয়লার উপরে নির্ভর করার প্রয়োজন পড়ে না। শুধু জল বা জলীয় বাষ্প নির্গত করে হাইড্রোজেন ট্রেন। কোনও কার্বন এমিশনের বিষয় না থাকায় দূষণ হয় না।

আরও পড়ুন : সকালের খাবারকে স্বাস্থ্যকর করুন মুগ ডাল দিয়ে , জানুন এই ভিন্ন স্বাদের টোস্ট রেসিপিটি

কীভাবে আসবে জ্বালানি: এই ট্রেনে থাকছে ৮ টি যাত্রী কোচ সঙ্গে সামনে এবং পেছনে মিলিয়ে দুটি ড্রাইভিং পাওয়ার কার। এগুলির এক একটির ক্ষমতা ১২০০ কিলোওয়াট। যেমনটা জানা যাচ্ছে, হরিয়ানার জিন্দে একটি ডেডিকেটেড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে হাইড্রোজেন ট্রেনের জ্বালানির জন্য। ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে তৈরি হবে হাইড্রোজেন।

আরও পড়ুন : ১৬ ডিসেম্বরের আগেই তালিকা প্রকাশ, খসড়া লিস্টে নাম থাকবে কিনা খোঁজ পাবেন কীভাবে? জানাল কমিশন

হাইড্রোজেন ট্রেনের টিকিটের মূল্য কত হবে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ট্রেনটি (Indian Railways) এখনও পাইলট পর্যায়ে রয়েছে। এই ধরণের পরিকাঠামোও দেশে প্রথম বার। তাই অন্যান্য ডিজেল কিংবা ইলেকট্রিক ট্রেনের সঙ্গে হাইড্রোজেন ট্রেনের খরচের তুলনা করা ঠিক হবে না। দূষণহীন এবং স্বচ্ছ ভারত তৈরিতে ভারতীয় রেলের এটি বড় পদক্ষেপ হতে চলেছে।