বাংলা হান্ট ডেস্ক: ফের বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। রবিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর ২০২৫ সালে এই সেতু বন্ধ থাকবে। জানাযা রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘন্টা বন্ধ রাখা হচ্ছে এই সেতুটি। এর বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সপ্তাহের শেষে সেতু বন্ধ থাকায় যাত্রীদের সমস্যা সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।
রক্ষণাবেক্ষণে ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)
রবিবার ১৪ ডিসেম্বর ভোর ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। ওই সময়কালে এই সেতুর ওপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। এর আগে একাধিক বার রবিবার বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের জন্য কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন: ফ্রিজে রাখলে ক্ষতি হতে পারে! এই পাঁচ খাবার ভুলেও রাখবেন না…
উল্লেখ্য এই সেতুর ওপর দিয়ে দিনে এক লক্ষের বেশি গাড়ি যাতায়াত করে। তবে রবিবার সামান্য কম গাড়ি যাতায়াত করার জন্য এই দিন বেছে নেওয়া হয়েছে। তবে রবিবার অন্যান্য যাত্রীদের যাতায়াতের অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অন্য কোন রুট ধরে যাতায়াত করবে সেই বিষয়েও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব গাড়ি সেন্ট জর্জেস গেট রোডে যাওয়ার জন্য হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাবে। তারপরে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে বা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোড ধরতে পারবে। অন্যদিকে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।
অপরদিকে খিদিরপুর রোড থেকে আসা গাড়িগুলি ঘোড়া পাসের ওয়াই পয়েন্টের র্যাম্প ধরে আসবে। অপরদিকে খিদিরপুর রোডের ওয়াই পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। যা ১১ ফার্লং রোডের দিকে ঘুরিয়ে দেওয়ার পরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে। পাশাপাশি খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে (Vidyasagar Bridge)।












