লটারির বাজারে নয়া জালিয়াতি চক্র! টিকিট কাটলে আগেভাগে সাবধান হয়ে যান

Published on:

Published on:

Lottery fraud online and offlineis increasing surveillance is being intensified
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভাগ্য ফেরাতে বহু মানুষ লটারি (Lottery) কেনেন। এবার সব সময় যে পুরস্কার জেতা যায় তা কিন্তু নয়। কিন্তু আপনি যে লটারির টিকিট কেটেছেন সেটা আসল কিনা, তা কখনো কি যাচাই করে দেখেছে? কারণ আজকাল বাজারে যার লটারি টিকিট বিক্রি হয়। তেমনই একটি জাল লটারি টিকিট বিক্রির কাউন্টারের হদিশ পেয়েছে সিআইডি। যেখানে গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করেছেন তারা।

অনলাইন-অফলাইনে লটারি জালিয়াতি বৃদ্ধি, নজরদারিতে কড়াকড়ি (Lottery)

সূত্রের খবর, জাল লটারির (Lottery) বৃদ্ধি দিনে দিনে বেড়েই চলেছে। আর এমনই এক জায়গার হদিশ পেয়েছে সিআইডিরা। সেখানে গোপন সূত্র খবর চালিয়ে লটারি কাউন্টারে হানা দিয়ে দুইজনকে গ্রেফতার করেছেন। এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানা এলাকায়।

 Lottery fraud online and offlineis increasing surveillance is being intensified

আরও পড়ুন: ফের বন্ধ হতে চলেছে বিদ্যাসাগর সেতু! কোন সময় থেকে আর গাড়ি নিয়ে ঢোকা যাবে না, জানুন

সিআইডির সূত্রের খবর জয়পুর থানার চাকবাজারের বাসিন্দা, মন্টু মুদি এলাকায় আটাকল কাউন্টারে লটারি টিকিট বিক্রি করেন। আর সেখানেই তিনি জাল লটারি টিকিট বিক্রি করেন বলে, খবর পান সিআইডি। তারপরেই গোপন সূত্রে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পর সোমবার সে টিকিট কাউন্টারে হানা দেয় সিআইডি।

তল্লাশি চালিয়ে বেশ কিছু জাল টিকিট উদ্ধার করেছেন তারা। এরপরই মন্টু মুদি ও তার ছেলে রাকেশ মুদিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃত দুইজনকে জেলা আদালতে তোলা হয়। সিআইডি সূত্রের খবর, এই জাল টিকিটের চক্র জেলা জুড়েই রয়েছে।

পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা কোথায় কোথায় এর বিস্তার রয়েছে (Lottery)। ধৃতদের জেরা করে চক্রের মাথাদের ধরার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সিআইডি।