মাথায় হাত! পরের সপ্তাহেই বাড়বে রিচার্জের খরচ, তবে স্বস্তিতে এই সিম ব্যবহারকারীরা

Published on:

Published on:

Recharge Price Hike even if recharge prices increase, some users have nothing to worry about
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি জিনিস। তবে এবার মধ্যবিত্তের মাথায় হাত পড়ার মতন খবর। কারণ,পরের সপ্তাহ থেকেই ফোনের রিচার্জে দিতে হবে বেশি টাকা। তবে সবাই জন্য় নয়। একটা অংশ আপাতত ভাবে এই বেঁচে যেতে পারে বললেই চলে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য (Reacharge Price Hike)।

রিচার্জে দাম বাড়লেও চিন্তা নেই কিছু ব্যবহারকারীর (Recharge Price Hike)

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, দেশের বেশির ভাগ টেলিকম সংস্থার সেপ্টেম্বরের আয় আগের ত্রৈমাসিকের আয়ের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। যেখানে প্রথম ত্রৈমাসিকে যেখানে আয় বৃদ্ধি ছিল ১৪ থেকে ১৬ শতাংশ, তা এই তৃতীয় ত্রৈমাসিকে একেবারে তলানিতে। এমনকি ডিসেম্বরেও যে খুব একটা আয় বাড়বে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা (Reacharge Price Hike)।

Recharge Price Hike even if recharge prices increase, some users have nothing to worry about

আরও পড়ুন: লটারির বাজারে নয়া জালিয়াতি চক্র! টিকিট কাটলে আগেভাগে সাবধান হয়ে যান

যার ফলে আয়ের কথা মাথায় রেখেই রিচার্জ প্ল্যানে দরের বদল ঘটানোর কথা ভাবছে টেলিকম সংস্থাগুলি। তবে সবাই নয়। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, জিও বাদে অন্য় যে সকল টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে, তাঁদের রিচার্জ প্ল্যানেই ঘটতে পারে সংশোধন।

ইতিমধ্যে ভোডাফোন-আইডিয়া তাঁদের বার্ষিক প্ল্যানের দাম ১২ শতাংশ বাড়িয়ে দু’হাজার টাকা করে দিয়েছে। বেড়ে গিয়েছে ৮৪ দিনের প্ল্যানের দামও। একই সিদ্ধান্ত নিয়ে ভারতী এয়ারটেলও। সম্প্রতি তাঁদের সবচেয়ে সস্তা প্ল্যানটিতেও ১০ টাকা বাড়িয়েছে।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিকম সংস্থার কর্তা জানিয়েছেন, এয়াটেল এবং জিও-র কারণে ভোডাফোন-আইডিয়া নিজেদের বেশির ভাগ ইউজারকে হারিয়ে ফেলেছে। বেশির ভাগ ইউজার যারা সস্তার প্ল্যান নিতেন, তাঁরা বেশিরভাগই ভি ছেড়ে দিয়েছেন (Recharge Price Hike)।