উপসাগরীয় দেশগুলিতে বাজছে ভারতের ডঙ্কা! এবার এই দেশের সঙ্গে হতে চলেছে বড় চুক্তি

Published on:

Published on:

India will conclude a major trade agreement with this country.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশে বৃদ্ধি পাওয়ার পর থেকে, ভারত অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা এবং রফতানি বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করেছে। এমতাবস্থায়, উপসাগরীয় দেশগুলির ওপর ভারতের মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সেখান থেকে সস্তা তেল আমদানি করে রফতানিও সর্বাধিক করার সুযোগ বাড়ছে। জানিয়ে রাখি যে, আগামী সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী জর্ডান, ইথিওপিয়া এবং ওমান সফর করবেন। তার আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ওমানের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

ওমানের সঙ্গে বড় চুক্তি সম্পন্ন করতে চলেছে ভারত (India):

আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী মোদীর সফর: উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শুক্রবার ভারত ও ওমানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) অনুমোদন করেছে। এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন পথ উন্মোচন করবে বলে অনুমান করা হচ্ছে।

India will conclude a major trade agreement with this country.

এদিকে, প্রধানমন্ত্রী মোদী আগামী ১৫ ডিসেম্বর থেকে জর্ডন, ইথিওপিয়া এবং ওমানে ৪ দিনের সফর শুরু করবেন। এটি হবে তাঁর দ্বিতীয় ওমান সফর। ইতিমধ্যেই ওমানের নিম্ন সংসদ, শুরা কাউন্সিল ভারতের সঙ্গে ওমানের মুক্ত বাণিজ্য চুক্তি মঞ্জুর করে। আনুষ্ঠানিকভাবে CEPA (বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি) নামে পরিচিত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের নভেম্বরে শুরু হয়েছিল।

আরও পড়ুন: SIR-এর আবহেই এবার জনগণনার বিষয়ে মিলল আপডেট! বড় পদক্ষেপ সরকারের, কবে থেকে শুরু প্রক্রিয়া?

উপসাগরীয় দেশগুলি ভারতের জন্য গুরুত্বপূর্ণ: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) দেশগুলির মধ্যে ওমান ভারতীয় ব্যবসায়ীদের জন্য তৃতীয় বৃহত্তম রফতানি গন্তব্য হিসেবে বিবেচিত হয়। গত বুধবার বাণিজ্য মন্ত্রক জানিয়েছে যে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পর, ক্যাবিনেট নোটের খসড়া স্বাক্ষর এবং নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রকগুলিতে পাঠানো হয়েছে। উভয় পক্ষ এখন অভ্যন্তরীণ অনুমোদনের প্রক্রিয়াধীন। বুধবার, শুরা কাউন্সিল (মজলিস আশুরা) খসড়া CEPA-এর ওপর তাদের আলোচনা সম্পন্ন করেছে। আলোচনা শেষে, কাউন্সিল মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করেছে।

আরও পড়ুন: মাত্র ৪০ দিনে হয়েছে তৈরি! ‘এটাই বিশ্বের সবথেকে উঁচু মেসির মূর্তি’, দাবি মন্ত্রী সুজিত বসুর

দুই দেশের মধ্যে বাণিজ্য: PTI-এর এক রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ সালে ভারত-ওমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার (রফতানি ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি ৬.৫৪ বিলিয়ন মার্কিন ডলার)। ভারতের প্রধান আমদানি ছিল পেট্রোলিয়াম পণ্য এবং ইউরিয়া। যা মোট আমদানির ৭০ শতাংশেরও বেশি। অন্যান্য প্রধান পণ্যগুলির মধ্যে ছিল প্রোপিলিন এবং ইথিলিন পলিমার, রাসায়নিক, পেট কোক, জিপসাম,
লোহা ও ইস্পাত এবং অপরিশোধিত অ্যালুমিনিয়াম।