বাংলাহান্ট ডেস্ক : নূন্যতম কাজের দিন বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কাজের দিন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ল রোজগারও। সেই সঙ্গে বদল করা হল সরকারি যোজনার নাম। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হল মনরেগা (MGNREGA) নিয়ে। যোজনার নাম বদলে রাখা হল ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’।
মনরেগা (MGNREGA) নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
আগে কাজের দিন ছিল নূন্যতম ১০০ দিনের। এবার তা বাড়িয়ে করা হল ১২৫ দিনের। এই যোজনার আওতায় এখন থেকে বছরে নূন্যতম ১২৫ দিনের কাজ দেওয়া হবে। দৈনিক নূন্যতম ২৪০ টাকা দেওয়া হবে এই যোজনার আওতায়। সম্প্রতি প্রশাসনিক স্তরগুলিতে নাম বদলের হিড়িক দেখা দিয়েছে।

বদলেছে একাধিক নাম: রাজভবন এর ঐতিহাসিক নাম বদল হয়েছে। নতুন নাম হয়েছে ‘লোকভবন’। অন্যদিকে রাজ্যপাল হয়েছেন লোকপাল। প্রধানমন্ত্রী অফিসের নাম বদলে করা হয়েছে ‘সেবা তীর্থ’। এখানেই শেষ নয়। রাজপথ বদলে কর্তব্যপথ, রেস কোর্স রোড এর নাম বদলে করা হয়েছে লোক কল্যাণ মার্গ।
আরও পড়ুন : মাথায় হাত! পরের সপ্তাহেই বাড়বে রিচার্জের খরচ, তবে স্বস্তিতে এই সিম ব্যবহারকারীরা
বদলাল মনরেগার নাম: সেই ধারা বজায় রেখেই নাম বদল করা হয়েছে মনরেগার (MGNREGA)। নতুন নাম রাখা হয়েছে পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। তবে ওয়াকিবহাল মহল কিন্তু এর নেপথ্যে বাংলার রাজনীতির যোগ দেখতে পাচ্ছে।
আরও পড়ুন : ভিসা নিয়ে ক্রমশ কঠোর হচ্ছে আমেরিকা! ভারতীয় পর্যটকরাও পেলেন কড়া বার্তা
মনরেগা নিয়ে অবশ্য অভিযোগও রয়েছে প্রচুর। ১০০ দিনের কাজ পুনরায় চালু করা থেকে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশও কেন্দ্রীয় সরকারকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পালটা শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। কিন্তু লাভ বিশেষ হয়নি। ওয়াকিবহাল মহল মনে করছে, বিতর্ক এড়াতেই নাম বদলের সিদ্ধান্ত কেন্দ্রের।












