মোমিনপুর থেকে মেট্রো ঢুকে যাবে পাতাল পথে! খিদিরপুরে শুরু হল টানেল খননের কাজ

বাংলাহান্ট ডেস্ক :  কলকাতা শহর ছাড়িয়ে কলকাতা মেট্রো নিজেদের শাখা বিস্তার করছে পার্শ্ববর্তী জেলাগুলিতেও। নর্থ-সাউথ ছাড়াও একাধিক করিররে শুরু হয়ে গেছে মেট্রো পরিষেবা। বহু লাইনের কাজ চলছে দ্রুত গতিতে। কলকাতা মেট্রোর যতগুলো করিডর রয়েছে তার মধ্যে অন্যতম একটি আলোচিত অংশ হল জোকা-এসপ্ল্যানেড (পার্পেল লাইন)।

এই মেট্রো লাইনের কিছুটা মাটির উপর দিয়ে গেছে, আর কিছু অংশ মাটির তলা দিয়ে যাবে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মোমিনপুর থেকে শুরু হল কাজ। এখান থেকে মেট্রো আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলা দিয়ে যাবে। খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে শুরু হয়ে গেছে কাজ।

আরোও পড়ুন : AC কামরাতেও নেই পা রাখার জায়গায়! ভিডিও দেখে ভারতীয় রেলের উপর চটে লাল জনতা

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, কিছু সময়ের জন্য রাজস্থান ক্লাব, কলকাতা মাউন্টেড পুলিশ প্যাডককে সরিয়ে দেওয়া হবে পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির জন্য। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ হবে ‘টানেল বোরিং মেশিন’-র (টিবিএম) সাহায্যে।

আরোও পড়ুন : দার্জিলিং, কালিম্পং তো অনেক হল! ডুকা ভ্যালিতে ঘুরেছেন কখনও? গরমে না গেলেই বড়সড় লস

সেই কারণে একটি সাফট তৈরি করা হচ্ছে সেন্ট থমাস স্কুল চত্বরে। এই কাজ শেষ হলে টিবিএম ঢুকে পড়বে স্কুলের ভিতর। সুরঙ্গ খননের কাজ শুরু হবে। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পৌঁছাবে সেটি। কলকাতা পুলিশ ক্লাব, ক্যালকাটা কেনেল ক্লাব, এবং রাজস্থান ক্লাবকে আপাতত অন্য জায়গায় স্থানান্তর করা হবে পার্কস্ট্রিট স্টেশন তৈরির জন্য।

মেট্রোর কাজ চলার সময় যাতে ওই ক্লাবগুলোর স্বাভাবিক কাজকর্ম চলতে পারে সেই জন্য ফাঁকা জমিতে পোর্টা-টাইপ কন্টেনার প্রদান করা হচ্ছে মেট্রোর তরফ থেকে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরির সময় শহিদ মিনারে সাময়িকভাবে স্থানান্তরিত করা হবে মাউন্টেড পুলিশ প্যাডককে।

khidderpor 1713602608959 1713603656534

প্রতিরক্ষা মন্ত্রকের থেকে ‘নো-অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) মিলে গেছে সেই ব্যাপারে। কলকাতা মেট্রোর পার্পল লাইনে (জোকা থেকে এসপ্ল্যানেড) জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে। মাঝেরহাট স্টেশনের পর আসবে মোমিনপুর স্টেশন। তারপর থেকেই মেট্রো মাটির তলা দিয়ে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর