বাংলা হান্ট ডেস্ক: কলকাতাবাসীর জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, দ্বিতীয় হুগলি সেতুর পর এবার বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover)। আপনিও যদি এই ফ্লাইওভার দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, তাহলে আজকের খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরী। জানা যায় কাঠামোর লোডি টেস্ট এর জন্যই এই ফ্লাইওভারটি শনিবার থেকে বন্ধ থাকছে। শনিবার বিকেল থেকে এই ব্রিজটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি আচমকা এই ব্রিজ বন্ধ করার ফলে, সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
টানা ৩ দিন বন্ধ থাকবে তারাতলা ব্রিজ, সমস্যায় সাধারণ নাগরিক (Taratala Flyover)
সূত্রের খবর, শনিবার বিকেল ৩:৩০ মিনিট থেকে মঙ্গলবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে এই সেতুটি। এই সময় পুরোপুরি বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover)। পাশাপাশি কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এছাড়াও এই ফ্লাইওভার বন্ধ থাকায় সময় বেহালা থেকে আলিপুর এর দিকে আসা গাড়িগুলি করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিধাননগর পুরনিগমে সুপারিনটেনডেন্ট পদ ফাঁকা, আবেদনের নিয়ম জানুন
এছাড়া আলিপুর থেকে বেহালামুখী গাড়ি গুলিকে দুর্গাপুর সেতু, হাই রোড ও নিউ আলিপুর হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে, একজন ঊর্ধ্বতন পিউব্লিউডি জানিয়েছেন,“ফ্লাইওভারের তিনটি স্প্যানে লোড পরীক্ষা করা হবে, উভয় প্রান্তেই হবে পরীক্ষা। ফলাফলগুলি লক্ষ্য করা হবে এবং কাঠামোগত বিশেষজ্ঞদের একটি দল পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।”
Traffic advisory in connection with closure of Taratala Flyover from 15.30 hrs of 13-12-2025 to 23.59 hrs of 16-12-2025. pic.twitter.com/3mSTy28InF
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 12, 2025
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার রোডের যানজট কমানোর জন্য ২০০৬ সালে তারাতলা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করতে সময় লেগেছিল তিন বছর। ২০১০ সালে ৫৪০ মেয়েটার দীর্ঘই ফ্লাইওভারটিতে ফাটল দেখা যায়। তারপরে আংশিকভাবে অর্থাৎ ফ্লাইওভারের বেহালা আগামী অংশটি বন্ধ করে দেওয়া হয়।
তবে ২০২২ সালের এপ্রিল মাসে আবার ফাটল দেখা যায়। তখনো বন্ধ রাখা হয় এই সেতুটিকে। তবে এবার সেতুর লোডিং টেস্টিং এর জন্যই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফ্লাইওভার (Taratala Flyover) বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে।












