বাংলা হান্ট ডেস্ক: ১৩ ডিসেম্বর, ২০২৫! কলকাতা সহ পার্শ্ববর্তী রাজ্যের ফুটবল অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এই দিনের জন্য। কারণ, এই দিনই কলকাতায় উপস্থিত হয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। স্বাভাবিকভাবেই, মেসিকে একবার চোখের দেখা দেখতে কাতারে কাতারে অনুরাগী ভিড় জমিয়েছিলেন যুবভারতীতে। কিন্তু, তারপরে যা ঘটল সেজন্য হয়তো প্রস্তুত ছিলেন না অনুরাগীরা।
মেসিকে (Lionel Messi) দেখতে না পেয়ে ক্ষুব্ধ অনুরাগীরা:
আসলে, যুবভারতীতে লিওনেল মেসি মাত্র কয়েক মিনিট উপস্থিত ছিলেন। যেখানে, তাঁকে ঘিরে রয়েছিলেন কর্তা-মন্ত্রীরা। যার ফলে গ্যালারি থেকে ঠিকমতো মেসি দর্শন হয়নি অনুরাগীদের। আর তারপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে গ্যালারির চেয়ার ভেঙে ফেলা হয় মাঠে।
#WATCH | Kolkata, West Bengal: Angry fans threw bottles and chairs from the stands at Kolkata’s Salt Lake Stadium
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
More details awaited. pic.twitter.com/mcxi6YROyr
— ANI (@ANI) December 13, 2025
শুধু তাই নয়, ফেন্সিংয়ের গেট ভেঙে বিপুল দর্শক মাঠেও ঢুকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলেও নিরাপত্তারক্ষীরা দর্শকদের ভিড়ে কার্যত রণে ভঙ্গ দেন। মুহূর্তের মধ্যে যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় তুমুল বিশৃঙ্খলা।
আরও পড়ুন: বড় সাফল্য রেলের! এই দেশীয় ব্যবস্থার সম্প্রসারণের ফলে কমেছে ট্রেন দুর্ঘটনা, সামনে এল পরিসংখ্যান
প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসি যুবভারতীতে পৌঁছনোর পরেই তাঁকে ঘিরে ধরেন মন্ত্রী-কর্তারা। এমতাবস্থায়, মেসিকে নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকেন। যার ফলে টিকিট কেটে মেসিকে দেখতে এসেও স্টেডিয়ামের ৩ টি জায়ান্ট স্ক্রিনেই তাঁকে দেখে সন্তুষ্ট থাকতে হয় অনুরাগীদের।
আরও পড়ুন: ঘটেছিল ৬৫ শতাংশের পতন! টাটা গ্রুপের এই শেয়ারেই রকেটের গতি, বড় ঘোষণা কোম্পানির
এমনকি, মেসিকে যখন যুবভারতী থেকে বার করে নিয়ে যাওয়া হয় তখনও পর্যন্ত সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায় কেউই পৌঁছননি। তবে, অনুরাগীরা মেসিকে এত কাছ থেকে পেয়েও তাঁকে স্বচক্ষে প্রত্যক্ষ করতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমতাবস্থায়, বিপুল অর্থ খরচ করে টিকিট কিনেও এই পরিস্থিতির সম্মুখীন হওয়ায় অনুরাগীদের অধিকাংশজনই টিকিটের টাকা ফেরত চাইছেন।












