বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য। সম্প্রতি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু (Kalighter Kaku) কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট হাতে পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সংগৃহীত নমুনা এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হুবহু মিলে গিয়েছে। এরপরেই এই নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ফের একবার তৃণমূলকে (TMC) নিশানা করলেন তিনি।
শনিবার মালদহের রতুয়ায় সভা করেন শুভেন্দু। সেখানে দাঁড়িয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। বিজেপি (BJP) নেতা বলেন, আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা বোমা পড়বে যে বেসামাল হয়ে যাবে রাজ্যের শাসক দল। ভোটের আবহে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাংলায়।
গতকাল শুভেন্দু বলেন, আগামী সপ্তাহে শুরু হতে চলেছে। আমি বিশদে কিছু বলব না, আপনারা সবটা দেখবেন। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে যে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। কূলকিনারা খুঁজে পাবে না তৃণমূল। সেই ব্যবস্থার দিকেই যাচ্ছে। শুধু অপেক্ষা করুন’।
আরও পড়ুনঃ ‘আর সহ্য করা যাচ্ছে না, এত…’, ভোটের মাঝেই ফের বিস্ফোরক TMC বিধায়ক মনোরঞ্জন
ভোটের মাঝেই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ইডি (Enforcement Directorate) সূত্রে জানা গিয়েছে, সুজয়কৃষ্ণের (Sujoy Krishna Bhadra) কণ্ঠস্বর নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে আগামী সোমবার তথা ২২ এপ্রিল শিক্ষা দুর্নীতি মামলায় রায় দেওয়ার কথা আছে কলকাতা হাই কোর্টের। তাহলে কি সেই দিকেই ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু? শুরু হয়েছে তুমুল চর্চা।
এর আগেই শুভেন্দু এই প্রসঙ্গে বলেছিলেন, ‘ভাইপোর কপালে দুঃখ আছে!’ তবে গতকালের সভামঞ্চ থেকে নেমে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘আমি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। আদালতের বিষয়ে আমি কিছু বলতে পারব না। আর কাকুর গলা মিলে গেলে তো ভাইপো বিপদে পড়বে। আমি তো সেদিনও একথা বলেছি। তবে আজ রাজনৈতিক বিস্ফরকের কথা বলেছি। অন্য কোনও কথা বলিনি। সব বুঝে নিন’।