বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় ফের এসেছিলেন লিওনেল মেসি (Messi in Kolkata)। এমতাবস্থায়, ফুটবল অনুরাগীদের উত্তেজনাও ছিল তুঙ্গে। যদিও, যুবভারতীতে মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুরাগীরা। শুধু তাই নয়, স্টেডিয়ামের ভেতরে রীতিমতো ধ্বংসলীলা চলে। এছাড়াও, অনুরাগীদের একাংশ টিকিটের টাকা ফেরতের দাবিও জানিয়েছেন। যদিও, এই আবহে মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন নেটমাধ্যমে তুমুল ভাইরাল পকেট পরোটার ‘রাজুদা’।
মেসির (Messi in Kolkata) সঙ্গে সাক্ষাৎ ভাইরাল রাজুদার:
মেসির সঙ্গে সাক্ষাতের পর তাঁর স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, মেসিকে দেখে নিজের প্রতিক্রিয়া জানানোর সময়ে ‘রাজুদা’ বলেন ‘মেসি দেখতে অত্যন্ত হ্যান্ডসাম।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, মেসির সঙ্গে ‘রাজুদা’-র সাক্ষাতের বিষয়টি ইতিমধ্যেই সামনে এনেছিলেন আয়োজক শতদ্রু দত্ত। সেই অনুযায়ী শনিবার মেসি-সাক্ষাৎ ঘটে রাজুর।

তিনি জানিয়েছেন, মেসির সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। গতকাল থেকেই শুরু করেন প্রস্তুতি। এমনকি, যে গাড়িতে তিনি এসেছেন তা বেলুন এবং ব্যানার দিয়ে সাজিয়েছেন বলেও জানান রাজু। তিনি আরও জানিয়েছেন, মেসি দর্শনের জন্য বাড়ি থেকে ভোর ৪ টা ৪৫-এ বেরিয়েছিলেন।
আরও পড়ুন: ‘PR এজেন্সি দ্বারা আয়োজিত অনুষ্ঠান’, মেসির ইভেন্টে নেওয়া হয়নি ফেডারেশনের অনুমতি, জানাল AIFF
রাজু জানিয়েছেন, ‘খেলায় তো আমরা মেসিকে দেখেছি। তবে, তিনি সামনে থেকে দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। তাঁর গায়ের রং একদম লাল। ভারতীয় রীতি অনুযায়ী আমার প্রণাম করার ইচ্ছে ছিল। কিন্তু, পারিনি। কোনও মোবাইল ভেতর নিয়ে যেতে দেয়নি। তাই, ছবি তুলতে পারিনি। তবে, ওরা ছবি তুলেছে।’
তিনি আরও জানান, ‘এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থেকে যাবে। আমি যে মেসির কাছে যেতে পেরেছি এটা আমার কৃতিত্ব নয়। প্রত্যেকের ভালোবাসায় এটা ঘটেছে।’ পাশাপাশি, ফুটবলের কিংবদন্তি মেসি রাজুর সঙ্গে করমর্দন করেছেন বলেও জানিয়েছেন তিনি।












