বাংলাহান্ট ডেস্ক : কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই ব্লু লাইনে দেখা দিয়েছে গণ্ডগোল। সংস্কারের কাজের জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা। দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ বিমানবন্দর পৌঁছানোর ক্ষেত্রে সংযোগকারী স্টেশন। পুজোর আগে চালু হয়ে গিয়েছে ওই পথ। তবে কবি সুভাষ স্টেশনটি (Kolkata Metro) বন্ধ থাকার কারণে জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা এতদিন পাওয়া যাচ্ছিল না। তবে এবার মিটতে চলেছে সেই সমস্যা।
শহিদ ক্ষুদিরাম (Kolkata Metro) পর্যন্ত সরাসরি পরিষেবা
জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে বিমানবন্দর থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। মেট্রোর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালু হয়ে যাবে পরিষেবা।

কখন মিলবে মেট্রো: সপ্তাহে পাঁচদিন একজোড়া মেট্রো চলবে জয়হিন্দ থেকে দমদম বিমানবন্দর রুটে। সকাল ৯ টা ৩৬ মিনিটে মিলবে দিনের প্রথম মেট্রো। নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের প্রতিটি স্টেশন হয়ে পৌঁছাবে শহিদ ক্ষুদিরামে। আবার রাত নটা নাগাদ জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরামগামী আরেকটি মেট্রো (Kolkata Metro) ছাড়বে জয়হিন্দ স্টেশন থেকে।
আরও পড়ুন : বাতিল একাধিক ট্রেন, যাত্রাপথে কাটছাঁট একগুচ্ছ লোকালের, কর্মব্যস্ত দিনে ভোগান্তির আশঙ্কা
কী জানাল মেট্রো কর্তৃপক্ষ: মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবেই চালু করা হয়েছে এই পরিষেবা। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হয়ে গেলে বিমানবন্দর থেকে এই স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : দীর্ঘ ৮ বছর পর জুটিতে বাস্তবের তারকা দম্পতি, বিরাট সুখবর সিরিয়ালের জনপ্রিয় জুটির
অন্যদিকে ইয়েলো লাইনে নোয়াপাড়ায় নেমে মেট্রো বদলে ব্লু লাইনের মেট্রো ধরতে হত যাত্রীদের। তবে এবার থেকে দিনে অন্তত দুটি মেট্রো পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।












