কাঙাল পাকিস্তানের শোচনীয় অবস্থা! ৬ মাস বেতন না পেয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাক পুলিশকর্মী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আর্থিক সংকটে কার্যত দিশেহারা পাকিস্তান (Pakistan)। সরকারি কোষাগারের হাল এতটাই খারাপ যে নিয়মিত বেতন দেওয়া যাচ্ছে না সরকারি কর্মীদের। আইএমএফ থেকে ঋণ নেওয়ার পরও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলে অভিযোগ। সেই আবহেই খাইবার পাখতুনখোয়া থেকে সামনে এসেছে এক চাঞ্চল্যকর ভিডিও, যেখানে এক পুলিশকর্মী দাবি করেছেন, টানা ছয় মাস ধরে তিনি বেতন পাননি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শাহবাজ শরিফ সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও অগ্রাধিকারের প্রশ্নে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

 ৬ মাস বেতন না পেয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাক (Pakistan) পুলিশকর্মী

ভাইরাল ভিডিওটি পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়ার একটি পর্যটন কেন্দ্র থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে ওই পুলিশকর্মী জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার ফলে তাঁর পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মৌলিক সুবিধার অভাবের কথাও তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, ডিউটির জায়গায় পানীয় জল পর্যন্ত নেই, অথচ কাজের চাপ ক্রমশ বাড়ছে। পরিবারের খরচ চালানো, বাড়িভাড়া দেওয়া—সবই অসম্ভব হয়ে উঠেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনও সমাধান মেলেনি বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন:গল্প শেষ ‘জগদ্ধাত্রী’র, বড়পর্দার প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

ওই পুলিশকর্মীর বক্তব্য অনুযায়ী, তাঁদের একটি বিশেষ ইউনিট হিসেবে খাইবার পাখতুনখোয়ার সোয়াট, অ্যাবোটাবাদ, নারান, কাঘান, কালাম ও চিত্রালের মতো পাকিস্তানের (Pakistan) গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছিল। দায়িত্বের মধ্যে ছিল যানজট নিয়ন্ত্রণ, পর্যটকদের সহায়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং জরুরি অবস্থায় পুলিশের মতো কাজ করা। বাস্তবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হলেও তাঁদের চাকরির মেয়াদবৃদ্ধি হয়নি এবং নিয়মিত বেতনও মিলছে না বলে অভিযোগ।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের (Pakistan) সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে সরকারি কর্মীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, সেখানে সরকারের অগ্রাধিকার ঠিক কোথায়। সমালোচকদের একাংশের অভিযোগ, আর্থিক সংকটের মধ্যেও দেশের কিছু অঞ্চলে সন্দেহজনক কার্যকলাপে অর্থের জোগান অব্যাহত রয়েছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি, তবু এই অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।

A Pakistan police officer slammed govt after not getting salary.

আরও পড়ুন: কেরলে ঐতিহাসিক গেরুয়া ঝড়! উচ্ছ্বসিত হয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের (Pakistan) অর্থনীতি বর্তমানে বহুমুখী চাপে রয়েছে—বৈদেশিক ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং প্রশাসনিক ব্যয় সামলানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে সরকারি কর্মীদের বেতন বকেয়া থাকার ঘটনায়। ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক শাহবাজ শরিফ সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। পরিস্থিতি দ্রুত না সামলাতে পারলে অসন্তোষ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।