বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। যারা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের (WBBPE Recruitment) জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্রে থাকা ভুল সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য অনলাইন পোর্টালে ‘এডিটিং অপশন’ চালু রাখা হবে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল মেমো নম্বর 2600/WBBPE/2025/59R-09/25-এর মাধ্যমে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে এই ঘোষণা করেছে। এই বিজ্ঞপ্তিটি গত ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তি (মেমো নম্বর 2367/WBBPE/2025/59R-09/2024)-এর ধারাবাহিকতায় জারি করা হয়েছে। পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের (WBBPE Recruitment) জন্য যেসব প্রার্থী ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন, তাঁদের জমা দেওয়া তথ্যে যদি কোনো ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তবে তা সংশোধন করার সুযোগ মিলবে।
সংশোধনের সময়সীমা?
আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে পর্ষদ। এই সময়ের মধ্যেই যাবতীয় সংশোধনের (WBBPE Recruitment) কাজ সম্পন্ন করতে হবে।
- সংশোধন শুরুর তারিখ: ১৩ ডিসেম্বর, ২০২৫ (দুপুর ২টো থেকে)
- সংশোধনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২৫
এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।
কীভাবে আবেদনপত্র সংশোধন করবেন?
পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, পুরো প্রক্রিয়াটিই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। পদ্ধতিটি হল –
- প্রথমে প্রার্থীদের পর্ষদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে।
- সেখানে ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর ‘Edit Application Form’ অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন আবেদনকারীরা।

আরও পড়ুনঃ ইস্পাত থেকে AI, ৮ শিল্পক্ষেত্রে জোর, ১৮ ডিসেম্বর ধনধান্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে কনক্লেভ
যেকোনো সমস্যা বা বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য, এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের স্বাক্ষরিত। পর্ষদের তরফে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে, শেষ দিনের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব নিজেদের আবেদনপত্র খুঁটিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার জন্য (WBBPE Recruitment)।












