ডুবিয়েই দিয়েছিল স্টার্ক, ৩ ওভারে ৫৫ রান দেওয়া ২৫ কোটির বোলারকে নিয়ে বয়ান KKR প্লেয়ারের

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এর প্রায় প্রতিটি ম্যাচেই যেন নতুন নতুন নজির তৈরি হচ্ছে। আর সেই কারণেই রুদ্ধশ্বাস হয়ে উঠছে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট। এমতাবস্থায়, KKR (Kolkata Knight Riders)-এর সাথে চলা RCB (Royal Challengers Bengaluru) ম্যাচেও তার অন্যথা ঘটেনি। উল্লেখ্য যে, KKR-এর সাথে চলা রাজস্থান রয়‌্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে চলা ম্যাচে যেরকম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল গতকালকে RCB ম্যাচেও ঠিক একই বিষয়ের পুনরুত্থান ঘটতে চলেছিল।

যদিও, ম্যাচের একদম শেষ মুহূর্তে খেলা ঘুরল KKR-এর দিকে। ২২২ রান করেও KKR জিতল মাত্র এক রানে। তবে এই ম্যাচের প্রতিটি মুহূর্তেই ছিল একের পর এক নাটকীয়তা এবং টেনশনের চোরা স্রোত। শেষ ওভারে যখন ২১ রান দরকার ততক্ষণে আউট হয়ে গিয়েছেন দীনেশ কার্তিক। এমতাবস্থায়, সমগ্র ইডেন কার্যত ধরে নিয়েছে যে এই ম্যাচ সহজেই জিতে যাবে KKR। কিন্তু তারপরেই মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ বোলারের সাথে করণ শর্মা যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছিল KKR সমর্থকদের।

What kkr player said about Mitchell Starc.

করণ শর্মার ব্যাট থেকে আসা ৩ টে ছক্কা রীতিমতো ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের মোড়। শুধু তাই নয়, আর একটু হলে ম‌্যাচটা হেরে যেতে বসেছিল KKR। এমতাবস্থায়, ওই ম্যাচে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ফেলা স্টার্ককে ঘিরে উঠেছে আলোচনার ঝড়ও। উল্লেখ্য যে, চলতি বছরের IPL শুরু হওয়ার আগে থেকেই শিরোনামে উঠে এসেছিলেন স্টার্ক। তাঁর জন্য পৌনে পঁচিশ কোটি টাকা খরচ করেছিল KKR। কিন্তু, এবারের IPL-এ স্টার্ক যথেষ্ট রান দিয়ে ফেলছেন। আর সেই কারণেই শুরু হয়েছে সমালোচনা। যদিও, স্টার্কের ওপর ভরসা হারাচ্ছে না KKR।

আরও পড়ুন: সেমিফাইনালের আগে চরম খবর, বিরাট সুসংবাদ পেল মোহনবাগান

গতকালকে ম‌্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন হর্ষিত রানা। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘‘স্টার্ক কত বড় বোলার সেটা নতুন করে বলতে হবে না। সবার নিজস্ব কিছু গেমপ্ল‌্যান এবং পরিকল্পনা থাকে। স্টার্কেরও সেরকমই রয়েছে। আমরা নিশ্চিত যে সে ঠিক ভবিষ্যতে আমাদের ম‌্যাচ জেতাবে। সেই বিশ্বাস আমাদের রয়েছে।’’

আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান ভালোবাসেন কিশোর কুমারের গান! চিনে নিন দীনেশ ত্রিপাঠীকে

এদিকে, ম্যাচে ২২২ রান করেও যেভাবে শেষ বল পর্যন্ত দল জিতবে কিনা সেই বিষয়ে টেনশনে থাকতে হচ্ছে এই বিষয়ে হর্ষিত জানান যে, চলতি মরশুমের IPL-এ ঠিক কোন রান নিরাপদ সেটা আগে থেকে বলা সম্ভব নয়। তাঁর মতে, ‘‘যেভাবে IPL চলছে, তাতে আমার কোনও রানই নিরাপদ মনে হচ্ছে না। এবারে ব‌্যাটাররা দুর্দান্ত ব‌্যাটিং করছেন।’’ এদিকে, বিরাট কোহলির আউট হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই প্রশ্নের উত্তরে KKR পেসার জানান, ‘‘এটা নিয়ে আমার কিছু বলার নেই। ওটা আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। সেটা নিয়ে আমরা কোনও কথা বলতে পারবোনা।” তবে, তিনি এটা মেনে নিয়েছেন যে আন্দ্রে রাসেলের ওভারটাই ওই ম‌্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। হর্ষিত জানান, ‘‘রাসেলের ওই ওভারটাই ছিল টার্নিং পয়েন্ট। ওই ওভারে দু’টো উইকেট পাওয়া গিয়েছে।”

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর