রাত পোহালেই ডিগবাজি! দক্ষিণবঙ্গ নিয়ে ‘খারাপ খবর’ দিল হাওয়া অফিস: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(162)
Follow

বাংলা হান্ট ডেস্ক: অগ্রহায়ণ শেষ করে আসছে পৌষ মাস। আর পৌষ মানেই পিঠে, পায়েস আর জমিয়ে শীত। আসছে মাসে যে শীতের দাপট বাড়বে সেটাই স্বাভাবিক। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভিন্ন চিত্র। তাপমাত্রা এদিন বেড়েছে কিছুটা। হাওয়া অফিস বলছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িক ভাবে ব্যাহত। ফলত মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা নামছে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তুরে হাওয়া ওই পুবালি বাতাসকে আটকাতে পারছে না। সেই কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজে ভাটা। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত নতুন করে পারদ পতন হবে না দক্ষিণবঙ্গে।

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা না কমলেও বজায় থাকবে শীতের আমেজ। আবহাওয়া অফিস বলছে, ১৯ তারিখের আগে পরে ফের দেশে উত্তুরে কনকনে হাওয়ার দাপট বাড়বে। সেই সময় এরাজ্যেও তাপমাত্রা ফের নামবে। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমের জেলাগুলিতে আপাতত ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শহর কলকাতার তাপমাত্রা কিছুটা নামছে আবার উঠছে সামান্য। মোটামুটি ১৫-১৬ ডিগ্রির আশপাশেই রয়েছে। তেমনই থাকবে। পাশাপাশি কুয়াশার প্রভাবও থাকবে। কুয়াশার অধিক দাপট থাকবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন: কোভিডে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসকদের পরিবার পাবে ৫০ লক্ষ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরে অবশ্য ভিন্ন চিত্র। শীতের দাপটে কাবু পাহাড় থেকে সমতল। দার্জিলিং-এ ইতিমধ্যেই ৫ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডার সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ারে থাকবে ৯ ডিগ্রির ঘরে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও প্রায় ২০০ মিটার পর্যন্ত নেমে আসবে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।