বাংলা হান্ট ডেস্কঃ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) বিরাট রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ভোটের মাঝেই বাতিল হয়েছে ২৫৭৫৩ জনের চাকরি। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। এবার এই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
নিয়োগ দুর্নীতি নিয়ে বহু বছর ধরে উত্তাল রাজ্য। আজ হাই কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। সকল প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ সকাল এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ২৫৭৫৩ জনের চাকরি বাতিলের রায় দেয় আদালত। সেই সঙ্গেই ৪ সপ্তাহের মধ্যে বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাই কোর্টের এই অর্ডার নিয়ে সরব হয়েছেন মমতা।
রায়গঞ্জের চাকুলিয়ার সভার দাঁড়িয়ে তৃণমূল (TMC) নেত্রী বলেন, ‘আমরাও লড়াই করে যাব। যাঁদের কথা বলা হয়েছে, চাকরি বাতিল হয়ে গেল তাঁরা একদম চিন্তা করবেন না। হতাশ হবেন না। কেউ জীবনের কোনও ঝুঁকি নেবেন না। যতদূর লড়াই করা যায় আমরা করব’।
আরও পড়ুনঃ হাই কোর্টের রায়ে বাতিল ২৫৭৫৩ জনের চাকরি! ফের কীভাবে মিলবে চাকরি? কারা পাবেন?
এরপর ফের বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না নিয়েই বলেন, ‘দেখলেন না, একজন কেমন বিজেপির হয়ে নির্বাচন দাঁড়ালেন। এটা ওনার অর্ডার ছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই নির্দেশ সরাতে বলা হয়েছিল। নতুন ডিভিশন বেঞ্চ তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু ডিভিশন বেঞ্চ কাকে নিয়ে করবেন? বিচারের বাণী নীরবে, নিভৃতে কাঁদে’।
নাম না নিয়ে অভিজিৎকে নিশানা করলেও মমতা স্পষ্ট করে দেন, তিনি বিচারপতি নয়, বরং হাই কোর্টের রায়ের সমালোচনা করছেন। তৃণমূল নেত্রী বলেন, ‘আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করছি। এটা নিয়ে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। কারণ ২৬০০০ ছেলেমেয়ের অর্থ হল প্রায় দেড় থেকে দু’লক্ষ পরিবার। গত ৮ বছর ধরে ওঁরা চাকরি করেছে। ৪ সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। এটা কী করে সম্ভব?’ এদিন মুখ্যমন্ত্রী ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি থাকার কথা জানানোর পাশাপাশি চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। মমতা বলেন, ‘বিপদে পড়লে আর কেউ থাকুক না থাকুক, আমি আছি’।