বাংলা হান্ট ডেস্ক: গত ১৩ ডিসেম্বর মধ্যরাতে কলকাতায় আসেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর সঙ্গে আসেন সুয়ারেজ-ডি‘পলও। এমতাবস্থায়, নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা, হায়দারাবাদ, মুম্বাই এবং দিল্লিতে মেসির সফর সম্পন্ন হলেও এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
মেসির (Lionel Messi) পরবর্তী গন্তব্য বনতারা:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লি সফরের পরেই মেসি এবং তাঁর সতীর্থদের ফিরে যাওয়ার কথা থাকলেও এবার তাঁরা পাড়ি দেবেন গুজরাটের জামনগরের বনতারার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তাঁরা মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির আতিথ্য গ্রহণ করবেন বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে বনতারা। গত মাস অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বনতারা পরিদর্শনে আসেন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে গিয়েছিলেন।
আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য সুখবর! ফের পতন মুদ্রাস্ফীতিতে, সামনে এল পরিসংখ্যান
বনতারা হল অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প। প্রায় ৩,০০০ একর বিস্তৃত এই চিড়িয়াখানায় ৪৩ টি প্রজাতির ২,০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ থেকে শুরু করে তুষারচিতার মতো বিরলতম প্রাণীরও দেখা মেলে সেখানে।
আরও পড়ুন: সচিন-ধোনি-বিরাট সহ ভারতের ৭ ধনী ক্রিকেটারের চেয়েও বেশি আয় মেসির! চমকে দেবে তাঁর মোট সম্পদের পরিমাণ
এর পাশাপাশি সেখানে আহত এবং অসুস্থ প্রাণীদের চিকিৎসা করা হয়। এদিকে, মেসির সফরে বনতারাকে অন্তর্ভুক্ত করতে আম্বানি পরিবার ৫০ কোটি টাকার বিশেষ চুক্তি সম্পন্ন করেছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, এটাও জানা যাচ্ছে যে, মেসি সেখানে রাত্রিযাপনও করতে পারেন। এমতাবস্থায়, মেসির ভারত সফর আরও দীর্ঘায়িত হল।












