বাংলাহান্ট ডেস্ক : অনলাইন যুগে আজকাল বাড়ি বসে মোবাইলের একটা ক্লিকে অর্ডার করে দেওয়া যায় পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার। Zomato, Swiggy-এর মতো সংস্থাগুলি নিমেষে আপনার বাড়িতে চলে আসে পছন্দের খাবার নিয়ে। তবে আপনারা যদি Zomato থেকে খাবার অর্ডার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ।
এবার থেকে আপনাকে আরো বেশি টাকা খরচ করতে হবে Zomato থেকে খাবার অর্ডার করলে। সম্প্রতি তাদের প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে Zomato। এবার থেকে খাবার অর্ডার দিলে গ্রাহকদের আরো বেশি প্ল্যাটফর্ম ফি প্রদান করতে হবে। ২০২৪ সালের শুরুতে এই সংস্থা তাদের প্ল্যাটফর্ম ফি তিন টাকা থেকে বৃদ্ধি করে চার টাকা করে।
আরোও পড়ুন : সফল ক্রিকেটার, ক্রিড়া প্রশাসক হলেও ‘নিজের বাড়ি’তে থাকেন না সৌরভ! নিজেই বললেন চমকে দেওয়া কথা
Zomato তাদের প্ল্যাটফর্ম ফি ২৫% বৃদ্ধি করেছে আবার। এবার থেকে খাবার অর্ডার করলে গ্রাহকদের ৫ টাকা করে প্ল্যাটফর্ম ফি প্রদান করতে হবে। বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ, লখনউয়ের গ্রাহকদের এবার থেকে অতিরিক্ত এই ফি দিতে হবে। ফলে, চাপ বাড়বে গ্রাহকদের।Zomato গোল্ড লয়্যালটি প্রোগ্রাম ব্যবহারকারীদের ডেলিভারি চার্জ দিতে হয় না, তবে অবশ্যই প্ল্যাটফর্ম ফি প্রদান করতে হয়।
সেক্ষেত্রে Zomato গোল্ড লয়্যালটি প্রোগ্রামের সদস্য হলে গ্রাহকদের ৫ টাকা করেই প্ল্যাটফর্ম ফি প্রদান করতে হবে। জোম্যাটোর প্রতিদ্বন্দ্বী অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগিও নিয়ে থাকে প্ল্যাটফর্ম ফি। অর্ডার পিছু গ্রাহকের থেকে ৫ টাকা করে নেয় তাঁরা। জোম্যাটো প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করায় দু’টি কোম্পানির খাবার অর্ডারের ক্ষেত্রে সম পরিমাণ টাকা দিতে হবে গ্রাহকদের।