৩ বছরে মিলেছে ৬,১০০ শতাংশেরও বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মালামাল করেছে এই সংস্থার শেয়ার

Published on:

Published on:

This company's stock has seen bumper returns in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার শেয়ার বাজারে (Share Market) একটি স্টক উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, FMCG কোম্পানি এপিস ইন্ডিয়া লিমিটেডের তার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ারের একটি বাম্পার উপহার প্রদান করেছে। এপিস ইন্ডিয়া তার বিনিয়োগকারীদের মধ্যে ২৪:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করেছে। এর অর্থ হল এই মাল্টি-ব্যাগার কোম্পানিটি প্রতি ১ টি শেয়ারের জন্য ২৪ টি বোনাস শেয়ার দিয়েছে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই কোম্পানির স্টক:

প্রসঙ্গত উল্লেখ্য যে, এপিস ইন্ডিয়া তার বিনিয়োগকারীদের দুর্ধর্ষ রিটার্ন প্রদান করেছে। ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে এই কোম্পানির শেয়ারের দাম ৬,১০০ শতাংশেরও বেশি বেড়েছে। এপিস ইন্ডিয়া এর আগে ২০১০ সালে বোনাস শেয়ার বিতরণ করেছিল। জানিয়ে রাখি যে এই সংস্থাটি মধু থেকে শুরু করে খেজুর, ফলের জ্যাম, সিরিয়াল, সোয়া চাঙ্ক, জাফরান, আদা রসুনের পেস্ট সহ একাধিক পণ্য বিক্রি করে।

This company's stock has seen bumper returns in the share market.

এপিস ইন্ডিয়ার শেয়ারের দাম ৬,১৭১ শতাংশ বেড়েছে: গত ১৩ অক্টোবর, ২০২২ থেকে এপিস ইন্ডিয়ার শেয়ারের দাম ৬,১৭১ শতাংশ বেড়েছে। ওই তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ৮১ পয়সায় লেনদেন হয়েছিল। এদিকে, গত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ৫০.৮০ টাকায় বন্ধ হয়। গত ২ বছরে, এপিস ইন্ডিয়ার শেয়ার ১,৩৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, গত ৮ মাসের পরিসংখ্যান অনুযায়ী কোম্পানির শেয়ারে ৩৫৩ শতাংশের বৃদ্ধি ঘটেছে।

আরও পড়ুন: মেসির ভারত সফরে বড় চমক! বনতারায় করবেন রাত্রিযাপন, লিওকে আনতে কত খরচ করছেন আম্বানিরা?

কোম্পানিটি আগেও বোনাস শেয়ার বিতরণ করেছে: এপিস ইন্ডিয়া এর আগেও তার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার বিতরণ করেছে। ২০১০ সালের ডিসেম্বরে, এই মাল্টিব্যাগার কোম্পানিটি তার বিনিয়োগকারীদের মধ্যে ৩২৩:১০০ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করেছিল।

আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য সুখবর! ফের পতন মুদ্রাস্ফীতিতে, সামনে এল পরিসংখ্যান

অর্থাৎ, কোম্পানিটি প্রতি ১০০ টি শেয়ারের জন্য ৩২৩টি বোনাস শেয়ার বিতরণ করেছিল। উল্লেখ্য যে, কোম্পানিতে প্রোমোটারদের ৭৪.৭২ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। যেখানে পাবলিক শেয়ার হোল্ডিং ২৫.২৮ শতাংশ রয়েছে। জানিয়ে রাখি যে, এপিস ইন্ডিয়ার মার্কে ক্যাপ প্রায় ৭০০ কোটি টাকায় পৌঁছেছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।