ভোটার তালিকা প্রকাশ আজই! বিএলও অফিস থেকে অ্যাপ, কোথায় দেখবেন নাম? জানুন

Published on:

Published on:

Draft Voter List to Be Published Tuesday Election Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অপেক্ষার অবসান। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বাংলার খসড়া ভোটার তালিকা। দুপুর ১২টা নাগাদ এই তালিকা প্রকাশ করা হবে। এর আগেই সোমবার বুথ লেভেল আধিকারিকদের (BLO) হাতে পৌঁছে গিয়েছিল খসড়া তালিকা। শেষ মুহূর্তে কোনও সমস্যা না থাকে, তা নিশ্চিত করতেই এই প্রস্তুতি বলে কমিশন সূত্রে খবর।

আগেই বিএলওদের অ্যাপে পৌঁছেছিল তালিকা

কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, বিএলওদের নির্দিষ্ট অ্যাপে আগেই খসড়া ভোটার তালিকা আপলোড করা হয়েছিল। বুথ ধরে বুথের ভোটারদের নাম সেখানে দেখা যাচ্ছিল। যদিও সেটি সাধারণ মানুষের জন্য তখন খোলা ছিল না।

আজ থেকে সাধারণ মানুষ কীভাবে দেখবেন তালিকা?

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজ থেকেই সাধারণ মানুষ অনলাইন ও অফলাইন, দু’ভাবেই তালিকা দেখতে পারবেন।

  • বিডিও অফিসে: দুপুরের পর থেকেই বিডিও অফিসে খসড়া তালিকা পৌঁছে যাবে। সেখানে গিয়ে নাম যাচাই করা যাবে।
  • বিএলওদের কাছে: সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিকদের কাছেও তালিকা রয়েছে। তাঁদের মাধ্যমেও নাম আছে কি না জানা সম্ভব।

অনলাইন ও অ্যাপে নাম দেখার উপায়

অনলাইনের মাধ্যমে খসড়া ভোটার তালিকা দেখতে পারবেন। তালিকা দেখার ওয়েবসাইটগুলি হল –

  • https://ceowestbengal.wb.gov.in/SIR
  • https://voters.eci.gov.in/

এছাড়াও মোবাইলের মাধ্যমে নাম যাচাই করতে চাইলে ডাউনলোড করতে হবে ECINET অ্যাপ। এই অ্যাপ থেকেও খুব সহজে ভোটার তালিকায় নাম আছে কি না জানা যাবে।

খসড়া তালিকায় কারা থাকতে পারেন?

কমিশন (Election Commission) সূত্রে খবর, খসড়া ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম, নিখোঁজ ভোটারদের নাম, যাঁদের এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যায়নি, ডুপ্লিকেট নাম, সবই থাকতে পারে। তবে যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাঁদের নাম এই খসড়া তালিকায় রাখা হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর যাঁদের নাম নিয়ে কোনও সন্দেহ বা আপত্তি থাকবে, তাঁদের ডাকা হবে শুনানির জন্য। নির্বাচন কমিশনের নিযুক্ত AERO এবং ERO এই শুনানি করবেন। শুনানির দিন, তারিখ ও জায়গা পরে কমিশনের তরফে জানানো হবে।

SIR in Bengal Timeline Sparks Fresh Questions

আরও পড়ুনঃ আচার্য হচ্ছেন না মুখ্যমন্ত্রী! বিশ্ববিদ্যালয় বিল আটকালেন রাষ্ট্রপতি

খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন?

কমিশন (Election Commission) জানিয়েছে, যদি খসড়া ভোটার তালিকায় নাম না থাকে, তাহলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে।
এর জন্য—

  • ফর্ম ৬ পূরণ করতে হবে
  • Annexure-IV এর সঙ্গে জমা দিতে হবে
  • বিএলওদের কাছে আবেদন করা যাবে

অথবা অনলাইনের মাধ্যমেও আবেদন করা সম্ভব।