বাংলা হান্ট ডেস্কঃ গঙ্গাসাগর মেলা ঘিরে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ রাজ্য সরকার। সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকেই ভিআইপি কালচার নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যই যে প্রশাসনের প্রথম অগ্রাধিকার, তা স্পষ্ট করে দেন তিনি।
নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক
সোমবার নবান্নে ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। বৈঠকের মূল বিষয় ছিল আগামী জানুয়ারি মাসে সংক্রান্তির দিনে শুরু হতে চলা গঙ্গাসাগর মেলার সার্বিক প্রস্তুতি।
ভিআইপি কালচার নয়, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
সূত্রের খবর, বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্টভাবে বলেন, “কোনও ভিআইপি কালচার চলবে না। ভিআইপি-দের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনওরকম সমস্যা না হয়।” মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন থাকে, সে দিকেই বিশেষ নজর দিতে নির্দেশ দেন তিনি।
ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা
ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও উঠে আসে বৈঠকে। জানা গেছে, ১২ জানুয়ারি থেকেই মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিয়ে কাজে নামানো হবে। পুণ্যার্থীদের হাতে দেওয়া হবে রিস্ট ব্যান্ড ও আইডি কার্ড। সব পুণ্যার্থীর জন্য থাকবে ইনস্যুরেন্সের ব্যবস্থা। নিরাপত্তার জন্য ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে।
যাতায়াত ও পরিবহণে জোর
মেলায় যাতায়াতের জন্য ২৫০০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৫০টি লঞ্চ এবং ২১টি জেটির ব্যবস্থাও থাকছে, যাতে পুণ্যার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ ভোটার তালিকা প্রকাশ আজই! বিএলও অফিস থেকে অ্যাপ, কোথায় দেখবেন নাম? জানুন
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী
বৈঠক সূত্রে আরও জানা গেছে, গঙ্গাসাগর মেলা পরিদর্শনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মিত হবে। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলা এই নতুন সেতু কাকদ্বীপ থেকে সাগরদ্বীপকে সরাসরি যুক্ত করবে। ফলে ভবিষ্যতে ফেরি বা পন্টুন ব্রিজের উপর নির্ভর না করে গাড়ি নিয়ে সরাসরি গঙ্গাসাগরে যাওয়া সম্ভব হবে। এই সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।












