বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Incident) সাজা ঘোষণার পরেও বিচার এখনও শেষ হয়নি। বিচারের দাবিতেই অনড় তিলোত্তমার বাবা-মা। তাঁদের বক্তব্য, এই ঘটনায় একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত। সেই বিচার পেতেই প্রয়োজনে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন নির্যাতিতার মা।
আরজি কর কাণ্ডের (RG Kar Incident) তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ
সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিলোত্তমার বাবা-মা। সেখান থেকেই আরজি কর কাণ্ডের (RG Kar Incident) তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, শিয়ালদহ আদালতে যে সব প্রশ্ন-উত্তর হয়, তার পরদিনই সেই অনুযায়ী রায়ের কপি পাওয়া যায়। কিন্তু সিবিআই সেই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। তাঁর অভিযোগ, হাইকোর্টে প্রায় সাত মাস মামলা চলার পর তা ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। মামলা গৃহীত হলেও এখনও শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে সিবিআইকে একাধিক প্রশ্নের জবাব দিতে হবে বলেও জানান তিনি। নির্যাতিতার বাবার দাবি, আদালতে সিবিআই নিজেই বলেছিল তারা কোনও নির্দিষ্ট তদন্ত করেনি। কেন এমন তদন্ত হয়নি, সেই প্রশ্নের উত্তর তাঁরা চান।
তিনি আরও দাবি জানিয়ে বলেন, এই ঘটনায় (RG Kar Incident) একা সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় নয়, আরও অনেকেই জড়িত। এমনকি একজন মহিলাও এই অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে তিনি মনে করেন। তাঁর কথায়, ডিএনএ রিপোর্টে একজন মহিলার ডিএনএ-সহ আরও ছয়জন পুরুষের ডিএনএ পাওয়া গিয়েছে। পরিবার জানে কারা তাঁরা, তবে তদন্ত করে সত্য সামনে আনার দায়িত্ব সিবিআইয়ের।
অন্যদিকে, তিলোত্তমার মা বলেন, তাঁর মেয়ে আরজি কর হাসপাতালের ভেতরের দুর্নীতির নানা তথ্য জেনে ফেলেছিল। সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলে তিনি সন্দেহ করেন। তিনি জানান, তাঁর মেয়ে প্রায়ই ভোর চারটে পর্যন্ত জেগে থাকত। সেই দিন কীভাবে সে ঘুমিয়ে পড়ল, তা তিনি মানতে পারছেন না। তিনি আরও বলেন, ডিউটির সময় ঘুমিয়ে পড়েছিল, এই কথা তিনি বিশ্বাস করেন না। ওই রাতে যাঁরা কর্তব্যরত ছিলেন, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তাঁর প্রশ্ন, আরজি করের মতো বড় হাসপাতালে একজন ঢুকে তাঁর মেয়েকে খুন করে বেরিয়ে গেল, অথচ কেউ কিছু বুঝল না, এটা কীভাবে সম্ভব?

আরও পড়ুনঃ ‘ভিআইপি নয়, সাধারণদেরই অগ্রাধিকার’, কী নিয়ে এই বার্তা দিলেন মমতা?
নির্যাতিতার মা আরও বলেন, তাঁর মেয়ের চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছিল। সেই দৃশ্য আজও তাঁর চোখের সামনে ভাসে। বিচার পেতে হলে আইন হাতে তুলতেও পিছপা হবেন না বলেই স্পষ্ট জানান তিনি। শেষে তিনি বলেন, তাঁরা তাঁদের মেয়ের মৃত্যুর পূর্ণ বিচার চান, যেকোনও মূল্যে (RG Kar Incident)।












