বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বছর শেষের পথে। এই সময় বহু মানুষই কোথাও না কোথাও ঘুরতে যায়। তার ওপর সামনেই আছে বড়দিন। বড়দিন উপলক্ষে দার্জিলিংয়ে (Darjeeling) ঘুরতে যেতে চাই অনেকেই। তবে আজকাল সারা বছরই পর্যটক এর লেগে রয়েছে এখানে। তবে আপনিও যদি দার্জিলিং ঘুরতে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে চলে যেতে পারেন ঘুম পেরিয়ে সোনাদা পেট্রোল পাম্প থেকে সরু গলিতে ঢুকে যাওয়া এক অফ বিট গ্ৰামে। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
প্রকৃতির কোলে চায়ের আনন্দ! অক্স চা বাগান ঘুরতে গেলেই মুগ্ধ হবেন আপনি (Darjeeling)
আপনিও যদি এবারে শীতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে আপনার জন্য একেবারে উপযুক্ত জায়গা, দার্জিলিংয়ের এই অফবিট গ্রামটি। কারণ এখানে গেলে পরে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে হোমস্টে থেকেই দেখতে পাবেন চারিদিকে বিস্তীর্ণ চা বাগান। যেখানে ভোরের মেঘ রোদ্দুরে লুকোচুরি দেখতে দেখতে সারাদিন কেটে যাবে।

আরও পড়ুন: শীতের দুপুরে বাড়িতে সহজে বানান ‘মুরগি পসন্দা’, রেসিপি রইল
তাছাড়া কুয়াশা মাখা ভোরের প্রথম সূর্যের কিরণ যখন চা বাগানের গালিচায় পড়ে, তখন এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। পাশাপাশি চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গিয়েছে আপনি এখানে ঘুরতে গেলে পায়ে হেঁটে সেই জায়গাটির ঘুরে আসতে পারে। এছাড়াও এখানে গেলে আপনি হিমের বাতাসে প্রাণ জুড়িয়ে যাবে। এমনকি এই অক্স চা বাগানের চা বিদেশেও পাড়ি দেয়।
জানা যায়, ১৮৯২ সালে টিকা কুমারী এই চা বাগানের দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই দার্জিলিং জেলার ও দার্জিলিং সাব ডিভিশনে এই চা বাগানে আগের নাম ছিল ওক চা বাগান। তাছাড়া এই বাগানটি প্রায় ১৩৮ হেক্টর জুড়ে বিস্তৃত। আর কিছুটা দূরেই আপনি গেলে দেখতে পাবেন বালাসন নদী। এখানে গেলে দেখতে পাবেন আপনি টাইগার হিল, রংবুল, কালেজ ভ্যালি, মিলিং চা বাগান, ধোত্রিয়া চা বাগান, সোমরিপানি চা বাগান, ঘুম স্টেশন, লেপচা জগৎ, পুপুং বস্তি, সুখিয়াপোখরি ইত্যাদি। বাঁ দিকের নীচে তাকালে দেখা মিলবে মিরিকের। পাশাপাশি রয়েছে অরেঞ্জ ভ্যালি।
এছাড়াও অক্স থেকে মাত্র ৭ কিমি দূরে রয়েছে এক সুন্দর জলপ্রপাত। যার নাম ইন্দ্রাণী ফলস। পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়া জলধারায় মেশে রামধনুর সাতরঙ। চারদিকে পাখির কিচিরমিচির আর ঝরে পড়া জলের শব্দ এক অনন্য মাত্রা এনে দেয়। এছাড়া হাতে যদি একটা দিন অতিরিক্ত সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন দার্জিলিং, কার্শিয়াং, তাবাকোশি, হ্যাঙ্গিং ব্রিজ, পেশকের চা বাগানও (Darjeeling)।












