যুব ভারতীতে জল বিক্রি নিয়ে তীব্র অভিযোগ বিজেপির, ‘বাবুসোনা’কে ঘিরে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার

Published on:

Published on:

Sukanta Majumdar Flags Water Sale Row at Yuva Bharati
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেসি সফরের দিন যুবভারতীতে চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শক যুবভারতী ভাঙচুর করে। শুধু তাই নয়, সেদিন যুবভারতীর ভিতরে জলের বোতল এবং চিপসের দাম নিয়েও ওঠে প্রশ্ন। অভিযোগ ওঠে কুড়ি টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। যুব ভারতী ক্রীড়াঙ্গনে অতিরিক্ত দামে এই জল বিক্রি এবং নিরাপত্তা বিধি ভাঙার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

কী অভিযোগ তুললেন সুকান্ত (Sukanta Majumdar)?

নিজের এক্স (X) হ্যান্ডেলে রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দুটি ছবি শেয়ার করে অভিযোগ করে বলেন, ১৩ ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি অনুষ্ঠানের সময় নিরাপত্তা বিধি ভেঙে অত্যন্ত চড়া দামে জলের বোতল বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, ঘটনার এতদিন পরেও পুলিশ কোনও কার্যকর তদন্ত করেনি। সুকান্ত মজুমদারের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, স্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

‘বাবুসোনা’ কে?

এই জল বিক্রির কথিত ‘অবৈধ চক্র’-এর সঙ্গে ‘বাবুসোনা’ নামে পরিচিত এক ব্যক্তির নাম জড়িয়েছে বলে দাবি করেন বিজেপি সভাপতি (Sukanta Majumdar)। তিনি অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্যের বিশেষ ঘনিষ্ঠ এবং তাঁরই পৃষ্ঠপোষকতায় সবকিছু চলছে।

মেসি প্রসঙ্গ টেনে অভিযোগ

সুকান্ত (Sukanta Majumdar) তাঁর পোস্টে আরও দাবি করে বলেন, ওই মন্ত্রীকে সেদিন আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। অভিযোগ, তিনি বারবার মেসির সঙ্গে জোর করে ছবি তোলার চেষ্টা করেন।

বিজেপি সভাপতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ‘বাবুসোনা’ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার একটি বৈঠকে ওই মন্ত্রীর পাশেই বসে রয়েছেন। শুধু তাই নয়, তিনি মন্ত্রীর দপ্তর ও বাসভবনেও বিশেষ সুবিধা পান বলেও অভিযোগ তোলা হয়েছে। এই নিয়ে সুকান্ত মজুমদারের প্রশ্ন তুলে বলেন, শুধুমাত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জোরেই কি ওই ব্যক্তি তদন্তের বাইরে থেকে যাচ্ছেন? তিনি দাবি করেছেন, পুলিশকে দ্রুত সত্য প্রকাশ করতে হবে এবং ‘বাবুসোনা’ আসলে কে, তা জনসমক্ষে জানাতে হবে।

Sukanta Majumdar Flags Water Sale Row at Yuva Bharati

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধনে নতুন মোড়! নির্ধারিত সময়ের আগেই প্রকাশ হল তালিকা, কতজনের নাম বাদ পড়ল?

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শাসক শিবির বা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।