পরিবার বাংলাদেশি, বাবা মায়ের নাম নেই ২০০২ এর লিস্টে, আতঙ্কে আত্মঘাতী মহিলা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আজ, মঙ্গলবার প্রকাশিত হবে এসআইআর (SIR) এর খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার নিবিড় সংশোধনের পর কাদের কাদের নাম থাকল খসড়া তালিকায়, তা জানা যাচ্ছে এখন থেকেই। আর এই আবহেই রাজ্যে ফের আত্মহত্যার ঘটনা এল প্রকাশ্যে। জানা যাচ্ছে, দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন রোড এলাকায় ডিভিসি কলোনিতে ঘটেছে ঘটনাটি। অভিযোগ, এসআইআর (SIR) আতঙ্কেই আত্মহত্যা করেছেন ওই মহিলা।

এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যার অভিযোগ

জানা যাচ্ছে, মৃত মহিলার নাম সুবর্ণা গুঁই সাহা। বয়স ৩৭। মহিলার স্বামী রণজিৎ গুঁই অভিযোগ করেছেন, এসআইআর নিয়ে প্রচণ্ড আতঙ্কে ছিলেন তাঁর স্ত্রী। বারবার বোঝালেও কাটেনি আতঙ্ক। এর মাঝেই তাঁর এমন পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Another suicide case in fear of SIR

মহিলার জন্ম ভারতে: জানা যাচ্ছে, অনেক বছর আগে নাকি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সুবর্ণার পরিবার। কলকাতায় দমদমের নাগেরবাজারে তাঁর বাপের বাড়ি। তাঁর বাবা মায়ের নাম তাই ছিল না ২০০২ সালের ভোটার তালিকায়। যদিও তাঁর পরিবারের দাবি, সুবর্ণার জন্ম ভারতেই। ভোটার কার্ডও ছিল তাঁর। কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে এসআইআরে (SIR) ভোটার কার্ড গ্রহণ করছে না নির্বাচন কমিশন। এমতাবস্থায় ভারতের নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছিলেন সুবর্ণা।

আরও পড়ুন : ‘ভিআইপি নয়, সাধারণদেরই অগ্রাধিকার’, কী নিয়ে এই বার্তা দিলেন মমতা?

শুরু রাজনৈতিক তরজা: মৃত মহিলার স্বামী বলেন, এসআইআর শুরু হওয়ার পর থেকেই আতঙ্ক গ্রাস করেছিল সুবর্ণাকে। তিনি অনেক বোঝাতেন। কিন্তু কিছুতেই আতঙ্ক কাটছিল না। সুবর্ণার মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘কেন্দ্রীয় সরকার নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে। এটা ভয়ঙ্কর ঘটনা। আমরা বলছি, আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেস পাশেই রয়েছে।’

আরও পড়ুন : ভোটার তালিকা সংশোধনে নতুন মোড়! নির্ধারিত সময়ের আগেই প্রকাশ হল তালিকা, কতজনের নাম বাদ পড়ল?

পালটা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক বলেন, দুর্ঘটনা, রোগে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও তৃণমূল বলছে, এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু হয়েছে। পরিবারের লোককে দিয়ে তৃণমূল বলাচ্ছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ২০০২ সালের তালিকায় যদি নাম নাও থাকে তাও চিন্তার কোনও কারণ নেই। কমিশনের উল্লিখিত ১১ টি নথির যে কোনও একটি থাকলেই নাম উঠবে। পাশাপাশি সিএএ-র ফর্ম ভরলেও নাম উঠবে ভোটার তালিকায়।