বাংলা হান্ট ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) বহু প্রতীক্ষিত ‘GOAT ইন্ডিয়া ট্যুর’ শুরু হয়েছিল কলকাতা থেকে। যেখানে মেসি ইভেন্ট সফল না হলেও পরবর্তী গন্তব্য অর্থাৎ হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে সেটি জমকালোভাবে সম্পন্ন হয়। দিল্লি সফরের আগে খারাপ আবহাওয়ার কারণে মেসির উড়ানে কিছুটা বিলম্ব ঘটলেও স্টেডিয়ামে তাঁকে এক ঝলক দেখার জন্য অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।
ফের ভারতে আসতে চান মেসি (Lionel Messi):
দিল্লিতে মেসি স্প্যানিশ ভাষায় ধন্যবাদ জানিয়েছেন: দিল্লিতে সফলভাবে মেসি ইভেন্টের পর ফুটবলের এই কিংবদন্তি স্প্যানিশ ভাষায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রেসিয়াস দিল্লি! হাস্তা প্রোন্তো’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘দিল্লিকে ধন্যবাদ, শীঘ্রই দেখা হবে’। মেসি স্প্যানিশ ভাষায় তাঁর সংক্ষিপ্ত ভাষণে ফের ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। স্টেডিয়ামের অধিকাংশ দর্শক তাৎক্ষণিক ভাবে স্প্যানিশ ভাষায় মেসির প্রতিক্রিয়া বুঝতে না পারলেও তাঁর কথা দর্শকদের মধ্যে এক আবেগ এবং উৎসাহ তৈরি করেছিল।

ক্রিকেট স্টেডিয়ামে ফুটবলের প্রতিধ্বনি: দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, যেটি ক্রিকেট তারকাদের ধ্বনিতে মুখরিত হত, কিন্তু গতকাল সেখানে শুধুই শোনা যায় ‘মেসি…মেসি’ ধ্বনি। ফুটবলের রাজপুত্রকে দেখতে হাজার হাজার দর্শকের পাশাপাশি, মাঠে উপস্থিত ছিলেন একাধিক ভারতীয় তারকা এবং গণ্যমান্য ব্যক্তিরাও। বর্তমান ফুটবল যুগের সবচেয়ে বড় তারকাকে আতিথ্য প্রদান করতে পেরে তাঁরা উচ্ছ্বাসে অভিভূত হন।
আরও পড়ুন: দূষণে জেরবার! বিষাক্ত বায়ুর মোকাবিলায় ভারতকে সাহায্য করতে এগিয়ে এল চিন
দর্শকদের মন জিতেছেন মেসি-সুয়ারেজ-ডি’পল: দিল্লির ইভেন্টে স্টেডিয়ামে পৌঁছে মেসি সেখানে উপস্থিত জুনিয়র ফুটবলারদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন এবং তারপর স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। মেসি এবং সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল স্টেডিয়ামের চারপাশেপ্রদক্ষিণ করতে করতে মোট ১২ টি বল দর্শকদের দিকে ছুঁড়ে দেন।
আরও পড়ুন: প্রতিদিন নিচ্ছে ২০ বিলিয়ন ঋণ! কাঙাল পাকিস্তানের আসল ছবি এবার সামনে এল
মুহূর্তটি ফুটবল অনুরাগীদের স্মৃতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: মেসি দর্শকদের তাঁর বাম পায়ের ক্ষমতাও প্রদর্শন করেন। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা। মেসি তাঁর এই সফরে মিনার্ভা অ্যাকাডেমি ফুটবল দলকেও সম্মানিত করেছেন। মেসি প্রায় ৩০ মিনিট মাঠে ছিলেন। মেসি এবং তাঁর সতীর্থদের হাতে টিম ইন্ডিয়ার জার্সি তুলে দেন জয় শাহ। সামগ্রিকভাবে, জমজমাট হয়ে ওঠে দিল্লির মেসি ইভেন্ট।












