বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ডিসেম্বর কলকাতায় মেসি সফরের দিন যুবভারতীতে চরম বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়। মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শক যুবভারতী ভাঙচুর করে। এই ঘটনায় প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে সরকারের। এই ঘটনার পর থেকে শহর জুড়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এই ঘটনার তদন্তে নেমে এবার কড়া প্রশাসনিক পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মুখ্য সচিবের কার্যালয় থেকে ১৬ ডিসেম্বর জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তদন্ত কমিটির ১৫ ডিসেম্বরের প্রাথমিক প্রতিবেদন খতিয়ে দেখেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী পদক্ষেপ নেওয়া হয়েছে? (West Bengal Government)
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ঘটনার দিন স্টেডিয়ামে অব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি নিয়ে একাধিক স্তরে দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমেই পশ্চিমবঙ্গের ডিজিপি শ্রী রাজীব কুমারকে ২৪ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন সেদিন স্টেডিয়ামে এই ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়েছিল এবং কেন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি আয়োজক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে যথাযথ সমন্বয় করা হয়নি, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁর কাছে।
একই সঙ্গে বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমারকেও কারণ দর্শানো হয়েছে। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান পরিচালনায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ভূমিকা ও আচরণ নিয়ে ২৪ ঘন্টার মধ্যে স্পষ্টীকরণ দিতে বলা হয়েছে তাঁকে। এছাড়া ঘটনার দিন দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ডিসিপি শ্রী অনিশ সরকার (আইপিএস)-এর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের প্রধান সচিব শ্রী রাজেশ কুমার সিনহাকেও শোকজ হয়েছে। অনুষ্ঠানের দিন কেন অব্যবস্থাপনা এবং বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছিল, সেই বিষয়ে তাঁর কাছেও ব্যাখ্যা চেয়েছে রাজ্য সরকার।
সবচেয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও শ্রী দেব কুমার নন্দনের বিরুদ্ধে। ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) (অবসরপ্রাপ্ত) এই আধিকারিককে অব্যবস্থাপনা এবং অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় ব্যর্থতার দায়ে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ নাম নেই তালিকায়? চিন্তা নয়, ফর্ম ৬-এই মিলবে সমাধান, কোথায় মিলবে ফর্ম? কীভাবে ফিলআপ করবেন? জানুন
এছাড়াও গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন চারজন আইপিএস আধিকারিক, শ্রী পীযূষ পান্ডে, শ্রী জাভেদ শামীম, শ্রী সুপ্রতিম সরকার এবং শ্রী মুরলীধর। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে দায়িত্বে গাফিলতির পূর্ণ চিত্র সামনে আনা হবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে (West Bengal Government)।












