IPL-এর সবথেকে দামি বিদেশি খেলোয়াড়! ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনল KKR

Published on:

Published on:

Kolkata Knight Riders bought Cameron Green.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর IPL-এর নিলাম ইতিমধ্যেই শুরু হয়েছে। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের চাহিদা অনুযায়ী খেলোয়াড় কেনার লড়াইয়ে সামিল হয়েছে। এদিকে, নিলাম শুরু হতে না হতেই বড় চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তারা ২৫.২০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে কিনেছে।

নিলামের শুরুতেই চমকে দিল KKR (Kolkata Knight Riders):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিশাল অর্থের পরিপ্রেক্ষিতে ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত IPL-এর মঞ্চে সবথেকে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। জানিয়ে রাখি যে, এবারের IPL-এর নিলামে সবথেকে বেশি অর্থ নিয়ে অংশগ্রহণ করছে KKR। তাদের পার্সে ছিল ৬৪.৩০ কোটি টাকা।

এমতাবস্থায়, IPL-এর নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে CSK-র কাছ থেকে রীতিমতো ছিনিয়ে নেয়। এদিকে, এবারের নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলারকে ২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গাকে ২ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জয়ন্টস।

আরও পড়ুন: ‘গ্রেসিয়াস দিল্লি! হাস্তা প্রোন্তো’, অনুরাগীদের ভালোবাসায় মুগ্ধ মেসি, ফের আসতে চান ভারতে

এদিকে, বিগত বেশ কয়েক বছর ধরে KKR-এর হয়ে খেলা ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় কিনেছে RCB। গত মরশুমের আগে ভেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল KKR। যদিও, এবারের নিলামের আগে তাঁকে রিলিজ করে দেওয়া হয়।

আরও পড়ুন: দূষণে জেরবার! বিষাক্ত বায়ুর মোকাবিলায় ভারতকে সাহায্য করতে এগিয়ে এল চিন

জানিয়ে রাখি যে, নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থেকেছেন ভারতীয় ব্যাটার সরফরাজ খান। এছাড়াও, তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন এবং রচিন রবীন্দ্রর মত খেলোয়াড়রাও প্রথম রাউন্ডে অবিক্রিত থেকেছেন।