বাংলা হান্ট ডেস্কঃ গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় এবার সরাসরি নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এমনকি অরূপ বিশ্বাসকে (Arup Biswas) দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
কী অভিযোগ ক্রীড়া মন্ত্রীর (Arup Biswas) বিরুদ্ধে?
মেসির অনুষ্ঠানে একাধিক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ভাঙচুর এবং অব্যবস্থাপনা নিয়ে জনরোষের মুখে পড়েন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। মেসির সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় মাঠ ঘোরার সময় ছবি তোলার জন্য লোকজন ডেকে আনছিলেন অরূপ বিশ্বাস। সূত্রের দাবি, মেসিকে ঘিরে অতিরিক্ত ভিড় এবং অনিয়ন্ত্রিত পরিস্থিতির জন্য সমালোচনা বাড়তে থাকে।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। এরপরই নবান্ন সূত্রে জানা যায়, সোমবার অরূপ বিশ্বাসের (Arup Biswas) সঙ্গে মুখ্যমন্ত্রীর দু’বার সাক্ষাৎ হয়। প্রথমবার নবান্নে সাক্ষাৎ হলেও মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকাননি বলেই খবর সূত্রের। সেই বৈঠকেই অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।
এরপর দ্বিতীয়বার নবান্ন সভাগরে গঙ্গাসাগর মেলা নিয়ে রিভিউ বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ‘ভিআইপি কালচার বন্ধ করার’ প্রসঙ্গ তোলেন। সূত্রের খবর, এই বৈঠকের পর আলাদা করে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, একাধিক পুলিশ আধিকারিক, কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও সাংসদের উপস্থিতিতে কড়া ভাষায় ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ১৩ ডিসেম্বর যুব ভারতীতে কী কী হয়েছিল? রিপোর্ট হাতে পেতেই কড়া অ্যাকশন মোডে রাজ্য সরকার
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং রাজ্য পুলিশের ডিজির দিকে রাগ দেখিয়ে বলেন, যদি কেউ দায়িত্ব সামলাতে না পারেন, তাহলে এখনই তা জানিয়ে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এই কড়া বার্তার পরই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী সেই ইস্তফায় অনুমোদন দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।












