‘সেলফি-শ্রী’ বিতর্কে তোলপাড় রাজ্য, ক্রীড়া মন্ত্রীর ইস্তফাকে ‘লোক দেখানো নাটক’ দাবি করে সুকান্ত মজুমদার বললেন…

Published on:

Published on:

Sukanta Majumdar slams WB Govt over Messi incident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে বিতর্কে এবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি দাবি করেছেন, এই ঘটনায় গোটা বাংলা ও দেশের মুখ বিশ্বদরবারে নিচু হয়েছে। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার কোনও আত্মসমালোচনা না করে উল্টে ভুয়ো ব্যাখ্যা দিচ্ছে।

‘চাপের মুখে লোক দেখানো পদক্ষেপ’, অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ, সাধারণ মানুষের প্রতিবাদের চাপে পড়ে মুখ্যমন্ত্রী আজ কিছু পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সুকান্তর মতে, এই পদক্ষেপ একেবারেই লোক দেখানো। এতে সমস্যার মূল কোনও সমাধান হবে না।বিজেপি নেতার বক্তব্য, আসল প্রশ্ন এখনও রয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সেই কুখ্যাত ‘সেলফি-শ্রী’ ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন এখনও পর্যন্ত তাঁর গ্রেপ্তারি কোনও নির্দেশ জারি হয়নি, সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত।

মেসির নিরাপত্তা ভাঙার অভিযোগ

সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও অভিযোগ জানিয়ে বলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক তারকা লিওনেল মেসিকে জোর করে জড়িয়ে ধরা হয়। প্রকাশ্যেই ভাঙা হয় নিরাপত্তা বিধি। পাশাপাশি সেলফি তুলে গোটা ঘটনাকে অশোভন নাটকে পরিণত করা হয়েছে।

Sukanta Majumdar backs Shamik as Suvendu skips Run for Unity

আরও পড়ুনঃ “দায়িত্ব নিতে না পারলে এখনই ছেড়ে দিন”, মুখ্যমন্ত্রী বার্তা দিতেই পদত্যাগ করলেন ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস

ইস্তফাকে ‘নাটক’ বললেন সুকান্ত

ক্রীড়ামন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, বাড়িতে বসে নাটকীয়ভাবে ইস্তফা দিয়ে কোনও দায় এড়ানো যাবে না। সাধারণ মানুষ এই ধরনের ভণ্ডামিতে একটুও সহানুভূতি দেখাবে না। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাফ বলেন, ‘বিশ্বদরবারে পশ্চিমবঙ্গের বদনাম করা অপরাধ। আর সেই অপরাধের শাস্তি অনিবার্য।’ দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত মানুষের ক্ষোভ থামবে না বলেই দাবি সুকান্ত মজুমদারের।