বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বর পড়তে না পড়তে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা কমতে শুরু করেছে। পাশাপাশি ভোরের দিকে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে শীত। পাশাপাশি পারদ নামছে বঙ্গে। যদিও দক্ষিণবঙ্গে এখনো হাড় কাপানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গের চিত্র কিন্তু একেবারেই আলাদা। দিনের বেলাতেও উত্তরের হাওয়ার দাপটে কাবু মানুষজন। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে গোটা রাজ্যে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের ১৫ ডিগ্রি র ঘরে নেমে আসল কলকাতার তাপমাত্রা। সোমবার শহরের তাপমাত্রা যেখানে ছিল ১৬.২ ডিগ্রী সেলসিয়াস। সেখানে মঙ্গলবার খানিকটা পারদ পতন হয়েছে। কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমেছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: বর্ধমানে CID অভিযান! জাল লটারি মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেছে, মঙ্গলবার ভোটে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্ৰি কম। এছাড়াও সোমবারে তুলনায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের সামান্য পারদ পতন হয়েছে। পাশাপাশি পশ্চিমে জেলাগুলিতে পারদ রয়েছে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ আপাতত থমকে গিয়েছে। তার ফলেই মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা আর কমছে না। দক্ষিণবঙ্গেও সেই প্রভাব স্পষ্ট। এছাড়াও বুধবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তবে আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গের শীতের দাপট রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। এছাড়াও, কোথাও কোথাও দৃশ্যমানতা প্রায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।












