ফ্যামিলি পেনশনে বড়সড় বদল, মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, নতুন নিয়ম জানুন

Published on:

Published on:

Lifetime Pension for Disabled Children of College Staff
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। এই নতুন ঘোষণায় ফ্যামিলি পেনশনের পরিধি আরও বাড়ানো হল এমনটাই জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী এবার কলেজের কর্মীদের বিশেষক্ষমতা সম্পন্ন সন্তানরাও আজীবন পেনশনের (Pension) সুবিধা পাবেন। রাজ্যের এই সিদ্ধান্তে স্বস্তি ও খুশির হাওয়া কলেজ মহলে।

এতদিন পেনশনের (Pension) কী নিয়ম ছিল?

রাজ্যের কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীরা অবসরের পর পেনশন পান। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, কর্মীর অবর্তমানে নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁর স্ত্রী ফ্যামিলি পেনশন (Pension) পেতেন। কিন্তু সেই নিয়মে পরিবর্তন আনে রাজ্য সরকার। গত বছর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, চাকরিরত কর্মীর অবিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মেয়ে ফ্যামিলি পেনশনের আওতায় আসবেন। সেই ক্ষেত্রে বয়সসীমা নির্ধারিত ছিল ২৫ বছর।

এবার সেই পরিধি আরও বাড়াল রাজ্য। গত ৮ ডিসেম্বর উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, কর্মীর ছেলে বা মেয়ে, যে কেউ যদি বিশেষক্ষমতা সম্পন্ন হন এবং ২৫ বছরের পরও উপার্জনক্ষম না হন, তাহলে তাঁরা আজীবন বাবা বা মায়ের ফ্যামিলি পেনশন (Pension) পাবেন।

Financial Aid Announced by Nabanna for Deceased BLO Families

আরও পড়ুনঃ ‘কেন্দ্রকে ছাড়পত্র দিতেই হবে’, রোজভ্যালি-কাণ্ডে কড়া নির্দেশ হাই কোর্টের

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের পেনশনের (Pension) পরিমাণ নির্ভর করে তাঁদের বেতন ও চাকরির মেয়াদের উপর। তবে পেনশন পাওয়ার জন্য কর্মীর চাকরির মেয়াদ অন্তত ১০ বছর হওয়া বাধ্যতামূলক। ১০ বছরের কম চাকরি হলে পেনশনের সুবিধা প্রযোজ্য হয় না। তবে, রাজ্যের এই সিদ্ধান্তে কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের মধ্যে স্বস্তি বেড়েছে বলে মনে করা হচ্ছে।