বাংলা হান্ট ডেস্কঃ গত ৮ সেপ্টেম্বর ডিএ (Dearness Allowance) মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। ডিসেম্বর মাসও অর্ধেক শেষ। কবে ডিএ মামলার রায়দান হবে? আদৌ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার রায় এ বছরের বেরোবে? এই বিষয়েই কথা বললেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
ডিএ মামলার রায়দান ডিসেম্বরেই? Dearness Allowance
এক সাক্ষাৎকারে মলয়বাবু বলেন, “ডিএ মামলা একটা বড় মামলা। আমাদের মামলাটা শেষ হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৫। তারপর সরকার পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তারপর আবার আমাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। লিখিত বক্তব্য জমা না পড়া পর্যন্ত তো বিচারপতিরা রায় লেখা শুরু করবেন না। ডিএ মামলার শুনানি সম্পূর্ণতা পেয়েছে ২৮ সেপ্টেম্বর।”
তিনি বলেন, “দুর্গাপুজোর জন্য অক্টোবরের প্রথম সপ্তাহ ছুটি ছিল। তৃতীয় সপ্তাহেও কালীপুজো, দিওয়ালির ছুটি ছিল। তারপর নভেম্বর, ডিসেম্বর মিলিয়ে এখনও দু’মাসও হয়নি। এক্ষেত্রে সবদিক আদালত বিবেচনা করে দেখবে। সবমিলিয়ে কিছুটা সময় লেগে যাবে বলে আমাদের মনে হচ্ছে।
মলয়বাবু বলেন, ‘ডিএ মামলার শুনানির শেষে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন দু’মাস এমন কিছু সময় না। কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের। ”
“রায় বেরোলেই যে আমাদের পক্ষে যাবে তেমনটা তো না। যেটাই হবে আমরা মাথা পেতে নেব। তবে আমাদের আশা রায়টা আমাদের পক্ষেই যাবে।” বলেন মলয়বাবু। সাথে তিনি আরও বলেন, “ডিএ মামলার রায় কবে বেরোবে তা ভগবানই জানে সেটা সত্যিই আমাদের পক্ষে বলা সম্ভব নয়।

আরও পড়ুন: লেপ-কম্বল তুলে রাখুন! দক্ষিণবঙ্গে এ বছর আর ঠান্ডা পড়বে না? আবহাওয়ার খবর জানুন
প্রসঙ্গত, বর্তমানে “Heard and Reserved” রয়েছে ডিএ মামলার রায়। ডিএ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে সমাপ্ত হয়েছে। এই বেঞ্চই ডিএ মামলার রায়দান করবে। তবে কবে সেই রায় সামনে আসবে সেই সংক্রান্ত কোনও আপডেট এখনও সুপ্রিম কোর্ট দেয়নি।












