উথলে উঠবে রাজ্যের কোষাগার! অশোকনগরে মাটির নিচে তেলের ভান্ডার, হতে পারে হাজার হাজার কোটির লক্ষ্মীলাভ

Published on:

Published on:

ONGC Ashoknagar Oil Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মাটির নীচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এই সম্ভাবনার কথাই ফের সংসদে স্পষ্ট করল কেন্দ্র। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় তেলের সন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছে। কাজ চালাচ্ছে ওএনজিসি (ONGC)। তেল উত্তোলন শুরু হলে রাজ্যের রাজস্ব যে বড় অঙ্কে বাড়বে, তার হিসেবও তুলে ধরেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।

অশোকনগরে তেলের (ONGC) খোঁজ, বিনিয়োগ ইতিমধ্যেই

উত্তর ২৪ পরগনার অশোকনগরে কয়েক বছর আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের সন্ধান পায় ওএনজিসি (ONGC)। এরপর শুরু হয় মাপজোক ও সমীক্ষার কাজ। এই প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে নির্দিষ্ট চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

সোমবার সংসদে বিষয়টি তোলেন বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলে বলেন, এত বিনিয়োগের পরেও কেন এখনও তেল উত্তোলন শুরু হয়নি? উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, কাজ ধাপে ধাপে এগোচ্ছে এবং তেল উত্তোলনের ক্ষেত্রে সময় লাগাই স্বাভাবিক।

কত তেল? কত রাজস্ব? পরিসংখ্যান দিল কেন্দ্র

মন্ত্রী জানান, ২০১৮ সালে ওএনজিসির (ONGC) সঙ্গে চুক্তি হয়। প্রাথমিক অনুমান অনুযায়ী, অশোকনগর এলাকায় প্রায় ২৪০ মিলিয়ন ব্যারেল তেল মজুত থাকতে পারে। এই তেল বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে, শুধু এই প্রকল্প থেকেই রাজ্য সরকার প্রায় ৪৫০০ কোটি টাকা লভ্যাংশ পেতে পারে।
মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, তেল ও গ্যাস উত্তোলনে সময় লাগলেও একবার কাজ শুরু হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। অশোকনগরের প্রকল্প চালু হলে পশ্চিমবঙ্গের রাজস্ব আরও বাড়বে বলেও জানান তিনি।

ONGC Ashoknagar Oil Update

আরও পড়ুনঃ ভোটার লিস্টে নতুন মোড়! দ্বিতীয় খসড়া তালিকায় কারা থাকছেন জানুন

অন্য রাজ্যের আয় কত?

অন্যান্য রাজ্যের আয় সংক্রান্ত তথ্য তুলে ধরে হরদীপ সিং পুরী জানান –

  • অন্ধ্রপ্রদেশ পায় প্রায় ১৬ হাজার কোটি টাকা
  • গুজরাত ২৪ হাজার ৫০০ কোটি টাকা
  • রাজস্থান ১৮ হাজার কোটি টাকা
  • উত্তর প্রদেশ ৩১ হাজার ২০০ কোটি টাকা
  • পশ্চিমবঙ্গ বর্তমানে পায় প্রায় ১৩ হাজার কোটি টাকা রাজস্ব

অশোকনগরে তেল উত্তোলন (ONGC) শুরু হলে এই অঙ্ক আরও বাড়বে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।